সিবিআই-এর গরুপাচার মামলায় শর্তসাপেক্ষে জামিন অনুব্রতর!

দু’বছরের বেশি সময় ধরে তিহাড় সংশোধনাগারে থাকার পর অবশেষে সিবিআই-এর (CBI) গরুপাচার মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। সূত্রের খবর আজ সুপ্রিম কোর্টে (Supreme Court) তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে। এদিন শুনানিতে বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে পর্যবেক্ষণ, এই মামলায় এনামুল হক-সহ বাকিদের জামিন দিয়ে দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে তদন্তের নামে বারবার অনুব্রতর জামিনের বিরোধিতা করা উচিত নয়। যদিও জামিন পেলেও এখনই জেল মুক্তি হচ্ছে না বীরভূমের নেতার।

২০২২ সালের আগস্ট মাসে নিজের বাড়ি থেকেই অনুব্রতকে গ্রেফতার করে সিবিআই। বেশ কিছুদিন আসানসোল সংশোধনাগারে রাখা হয়েছিল তাঁকে।পরে তিহাড় জেলে নিয়ে যাওয়া হয়।একই মামলায় ওই বছরের নভেম্বর মাসে ইডিও তাঁকে গ্রেফতার করে। এদিন আদালতে শুনানিতে বলা হয়েছে জামিন পেলেও কয়েকটি শর্ত মানতে হবে অনুব্রতকে। এই মামলার সঙ্গে জড়িত অভিযুক্ত বা সাক্ষীদের সঙ্গে তিনি কোনও রকম যোগাযোগ করতে পারবেন না। তদন্তকারীদের নির্দেশমতো তাঁকে সহযোগিতা করতে হবে। পাসপোর্ট সহ জরুরি ডকুমেন্ট জমা রাখতে হবে বীরভূমের নেতাকে। এই মুহূর্তে অনুব্রতর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে তাই সিবিআই-এর একটি মামলা থেকে জামিন মিললেও আপাতত সংশোধনাগারই থাকতে হচ্ছে তাঁকে।


Previous articleরেশন মামলায় কলকাতা-সহ উত্তর ২৪ পরগনার দশ জায়গায় ED অভিযান!
Next articleশীর্ষ আদালতে এবার এসএসসি অনুতীর্ণরা! ২৬ হাজার চাকরি মামলার সঙ্গেই শুনানি