Friday, November 7, 2025

ম্যারাথন তল্লাশির পরই সিজিওতে তলব! রেশন বন্টন মামলায় একযোগে ৩ জনকে হাজিরার নির্দেশ ইডির

Date:

Share post:

রেশন বন্টন মামলার (Ration) তদন্তে এবার জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বারিক বিশ্বাসকে (Barik Bishwas) তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। তবে বারিক একা নয় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে ধৃত বাকিবুর রহমানের আত্মীয় মুকুল রহমান এবং আনিসুর রহমানকেও। ইডি সূত্রে খবর চলতি সপ্তাহেই তাঁদের সিজিও কমপ্লেক্সে (CGO complex) হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল থেকেই রেশন বন্টন মামলার তদন্তে রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান শুরু করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বারিকের রাজারহাটের ফ্ল্যাটে তল্লাশির পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক চালকল ও দেগঙ্গায় বাকিবুরের আত্মীয় মুকুলের বাড়ি এবং চালকলে হানা দেন তদন্তকারীরা। তবে বারিকের ফ্ল্যাটে মঙ্গলবার ৯ ঘণ্টার বেশি সময় ধরে তল্লাশি চালিয়ে প্রায় ২০ লক্ষ টাকা উদ্ধার করে নিয়ে যান ইডি আধিকারিকরা।

তবে এদিন ইডির দল যখন বারিকের বাড়ি এবং চালকলে তল্লাশি চালাচ্ছিল, তখন তদন্তকারীদের অন্য দল পৌঁছে যায় দেগঙ্গায়। বাকিবুরের আত্মীয় মুকুলের বাড়ি এবং চালকলে তল্লাশি চালায় তারা। প্রায় ২১ ঘণ্টা তল্লাশি অভিযান শেষে বাড়ি থেকে দু’টি মোবাইল তদন্তের কারণে বাজেয়াপ্ত করা হয়। এছাড়া বেশ কিছু নথিপত্র-সহ ১৩ লক্ষ টাকাও বাজেয়াপ্ত করে তারা। তারপরই এবার তিনজনকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠাল ইডি।


spot_img

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...