Saturday, January 10, 2026

ম্যারাথন তল্লাশির পরই সিজিওতে তলব! রেশন বন্টন মামলায় একযোগে ৩ জনকে হাজিরার নির্দেশ ইডির

Date:

Share post:

রেশন বন্টন মামলার (Ration) তদন্তে এবার জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বারিক বিশ্বাসকে (Barik Bishwas) তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। তবে বারিক একা নয় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে ধৃত বাকিবুর রহমানের আত্মীয় মুকুল রহমান এবং আনিসুর রহমানকেও। ইডি সূত্রে খবর চলতি সপ্তাহেই তাঁদের সিজিও কমপ্লেক্সে (CGO complex) হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল থেকেই রেশন বন্টন মামলার তদন্তে রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান শুরু করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বারিকের রাজারহাটের ফ্ল্যাটে তল্লাশির পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক চালকল ও দেগঙ্গায় বাকিবুরের আত্মীয় মুকুলের বাড়ি এবং চালকলে হানা দেন তদন্তকারীরা। তবে বারিকের ফ্ল্যাটে মঙ্গলবার ৯ ঘণ্টার বেশি সময় ধরে তল্লাশি চালিয়ে প্রায় ২০ লক্ষ টাকা উদ্ধার করে নিয়ে যান ইডি আধিকারিকরা।

তবে এদিন ইডির দল যখন বারিকের বাড়ি এবং চালকলে তল্লাশি চালাচ্ছিল, তখন তদন্তকারীদের অন্য দল পৌঁছে যায় দেগঙ্গায়। বাকিবুরের আত্মীয় মুকুলের বাড়ি এবং চালকলে তল্লাশি চালায় তারা। প্রায় ২১ ঘণ্টা তল্লাশি অভিযান শেষে বাড়ি থেকে দু’টি মোবাইল তদন্তের কারণে বাজেয়াপ্ত করা হয়। এছাড়া বেশ কিছু নথিপত্র-সহ ১৩ লক্ষ টাকাও বাজেয়াপ্ত করে তারা। তারপরই এবার তিনজনকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠাল ইডি।


spot_img

Related articles

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...