Thursday, August 21, 2025

দাম্পত্যের কুৎসা প্রকাশ্যে কেন, ঋষিকে প্রশ্ন ‘টেলিপাড়াতুতো বোন’ প্রিয়ার

Date:

Share post:

দেবযানী চক্রবর্তীর (Debjani Chakraborty)সঙ্গে দীর্ঘ একযুগের দাম্পত্যে ব্যক্তিগত কুৎসাকে সকলের সামনে এনে সতীর্থদের প্রশ্নের মুখে অভিনেতা ঋষি কৌশিক (Rishi Kaushik)। টলিপাড়ায় বিয়ে ভাঙার মরসুমে নতুন সংযোজন ঋষি-দেবযানী (Rishi- Debjani Conflict)। স্যোশাল মিডিয়ায় যেভাবে ব্যক্তিগত যন্ত্রণার কথা ব্যক্ত করেছেন অভিনেতা তাতে অনেকেই তাঁর পাশে দাঁড়িয়েছেন, সহানুভূতি প্রকাশ করেছেন। কিন্তু ছোট পর্দায় একসঙ্গে কাজের সুবাদে ঋষির টেলিপাড়াতুতো বোন প্রিয়া পাল (Priya Paul)আঙুল তুলেছেন ‘ইষ্টি কুটুম’ অভিনেতার দিকেই। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রসিকতায় মেতে থাকা আধুনিকমনস্ক ঋষি, নিজের স্ত্রী দেবযানী চক্রবর্তী সম্পর্কে এ ভাবে প্রকাশ্যে কুৎসা কেন করলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রিয়া।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিক সম্প্রতি এক ভিডিও বার্তায় এক কাল্পনিক ছেলে ও একটি মেয়ের চিড় খাওয়া সম্পর্কের গল্পের মাধ্যমে নিজের বিবাহিত সম্পর্কের কথাই তুলে ধরতে চেয়েছেন বলে অনেকেই মনে করছেন। এই ভিডিয়োয় ১২ বছরের দাম্পত্য জীবনের কথা যেমন উল্লেখ করেছেন, তেমনই স্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগও তুলেছেন ঋষি। যার মধ্যে মদ্যপান, ধূমপান, পুরুষসঙ্গীর সঙ্গে ঘুরে বেড়ানোর মতো নানা কথা বলা হয়েছে। ইতিমধ্যেই নতুন কাজের জন্য শহর ছেড়ে রাজস্থানে গিয়েছেন ঋষি। এই আবহে মুখ খুললেন দেবযানী। সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘সমাজমাধ্যমে আমার স্বামীর করা কিছু পোস্ট নিয়ে আমাকে বার বার অবাঞ্ছিত প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। পুরো বিষয়টি আমার কাছে অত্যন্ত কুরুচিকর, সম্মানহানিকর, আমি খুবই বিব্রত। এগুলি করার একমাত্র কারণ আমার সামাজিক সম্মানহানি করা, আমার ক্ষতি করা এবং পোস্টদাতার নিজের হীন উদ্দেশ্যসাধন।’ দেবযানী এই বিষয়ে আইনি পদক্ষেপ করার ভাবনা চিন্তাও করছেন বলে জানা গেছে। এই পরিস্থিতিতে ঋষি-পত্নীর পাশে দাঁড়ালেন অভিনেত্রী প্রিয়া পাল। ঋষি কৌশিক এ ভাবে শোওয়ার ঘরের গল্প বাইরে নিয়ে আসছেন, এটা মেনে নেওয়া খুব কষ্টের বলছেন অভিনেত্রী। তাঁর কথায়, ‘ঋষিদা, আদৌ তোমাদের মধ্যে প্রেম ছিল? প্রেম নামক বিশেষ অনুভূতির অস্তিত্ব আদৌ কি এখন আর আছে?যাঁরা সত্যিই একটা সময় ভালবাসায় ছিলেন, তাঁরা কী করে প্রকাশ্যে একে অন্যের বিরুদ্ধে মুখ খুলবেন? ছেড়ে যাওয়া সম্পর্কের সম্মান রাখতেও বোধ হয় এ রকম কিছু করা উচিত নয়। আর যদি শুরু থেকে প্রেম না থাকে, তা হলে সেই সম্পর্কে গেলেই বা কেন ঋষিদা?’ প্রিয়া লেখেন, কোনও সম্পর্ক এক ছাদের তলায় সারাজীবন নাও থাকতে পারে কিন্তু তাঁকে কালিমালিপ্ত করা উচিত নয়। অন্তত ‘কুসুমদোলা’ অভিনেতার এমন আচরণ আশা করেন না তাঁর অনুরাগী ও প্রিয়জনেরা।


spot_img

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...