থামল লড়াই! প্রয়াত প্রাক্তন ভারত অধিনায়ক-ক্রিকেটার অংশুমান গায়কোয়াড়

প্রয়াত হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অংশুমান গায়কোয়াড়। এক বছরের বেশি সময় ধরে ব্লাড ক্যানসারে আক্রান্ত অংশুমান লন্ডনের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ৭১ বছর বয়সে প্রয়াত হলেন তিনি। বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গায়কোয়াড়।

একনজরে গাইকোয়াড়ের কেরিয়ার:

১৯৭৪ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত দেশের হয়ে ৪০টি টেস্ট ও ১৫টি ওয়ানডে খেলেন গায়কোয়াড়। ১৯৭৪ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক হয় তাঁর। ৪০টি টেস্টে ৩০.০৭ গড়ে ১৯৮৫ রান করেছেন। শতরান করেছেন দু’টি, অর্ধশতরান ১০টি। সর্বোচ্চ রান ২০১। মোট ১৫টি এক দিনের ম্যাচও খেলেছেন তিনি। ২০.৬৯ গড়ে ২৬৯ রান করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ২০৬টি ম্যাচে ১২১৩৬ রান করেছেন। শতরান রয়েছে ৩৪টি। ভারতীয় দলের কোচও ছিলেন তিনি। তাঁর কোচিংয়ে ভারত ২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রানার্স আপ হয়। ভারতীয় দল শারজায় অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তাঁর কোচিংয়ে।

এক বছরের বেশি সময় ধরে ব্লাড ক্যানসারে আক্রান্ত ছিলেন অংশুমান (Anshuman Gaekwad)। লন্ডনের কিংস কলেজ হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। অবশেষে বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আরও পড়ুন- ঢোঁক গিলল মেট্রো, ভুল স্বীকার করে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা

 

Previous articleঢোঁক গিলল মেট্রো, ভুল স্বীকার করে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা
Next articleঅতি ভারী বৃষ্টির জের! দিল্লিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, চলছে উদ্ধারকাজ