ভয়ঙ্কর সাইবার হানার জের! ব্যাহত দেশের ৩০০টি ছোট ব্যাঙ্কের পরিষেবা

সাইবার হানার জের! সাময়িকভাবে পরিষেবা ব্যাহত দেশের প্রায় ৩০০টি ব্যাঙ্কের। যদিও বিষয়টি নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) তরফে কোনও মন্তব্য করা হয়নি।

জানা গিয়েছে, সরাসরি কোনও ব্যাঙ্কের সিস্টেমের উপর র‍্যানসামওয়ার হানা চালানো হয়নি। বরং সি-এজ টেকনোলজি নামে যে সংস্থা ভারতের বিভিন্ন প্রান্তের ক্ষুদ্র ব্যাঙ্কগুলিকে ব্যাঙ্কিং প্রযুক্তি প্রদান করে থাকে, সেই প্রোভাইডারই পড়েছে র‍্যানসামওয়ার হামলার মুখে। এর জেরে সাময়িকভাবে পরিষেবা ব্যাহত ভারতের প্রায় ৩০০টি ব্যাঙ্কের।

যদিও NPCI-র তরফে আপাতত জানানো হয়নি যে কখন পরিষেবা ঠিক হবে। সেইসঙ্গে NPCI-র তরফে জানানো হয়েছে যে সি-এজ টেকনোলজির সঙ্গে হাতে হাত মিলিয়ে যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। করা হচ্ছে সুরক্ষা সংক্রান্ত পর্যালোচনা। যত দ্রুত সম্ভবত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলে NPCI-র তরফে জানানো হয়েছে।

প্রসঙ্গত, দেশের শীর্ষ ব্যাঙ্ক এবং ভারতীয় সাইবার কর্তৃপক্ষ দেশের সমস্ত ব্যাঙ্কগুলিকে গত কয়েক সপ্তাহ ধরে সম্ভাব্য সাইবার হানা সম্পর্কে সতর্ক করছিল। এরই মধ্যে বুধবারের এই হানা।

আরও পড়ুন- অতি ভারী বৃষ্টির জের! দিল্লিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, চলছে উদ্ধারকাজ

 

Previous articleঅতি ভারী বৃষ্টির জের! দিল্লিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, চলছে উদ্ধারকাজ
Next articleBreakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস