দেশে অপরিশোধিত তেলের আমদানি কত? বৃহস্পতিবার লিখিত জবাব দিলেন রাষ্ট্রমন্ত্রী

পেট্রোলিয়াম পণ্যের ব্যবহার এবং দেশে তেল শোধনাগারের প্রয়োজন মেটাতে, দেশীয় তেল ও গ্যাস কোম্পানিগুলি তাদের অপরিশোধিত তেলের চাহিদার কত শতাংশ আমদানি করে? আমদানি কমিয়ে অভ্যন্তরীণ তেল ও গ্যাস উৎপাদন বাড়ানোর জন্য সরকারের গৃহীত পদক্ষেপগুলি সম্পর্কে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee) সংসদে জানতে চান। বৃহস্পতিবার লিখিত জবাবে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের রাষ্ট্র মন্ত্রী সুরেশ গোপী জানিয়েছেন, দেশীয় তেল ও গ্যাস কোম্পানিগুলি তাদের অপরিশোধিত তেলের চাহিদার প্রায় ৮৫ শতাংশ আমদানি করে।

রাষ্ট্রমন্ত্রী এদিন সরকারের পদক্ষেপের তালিকা পেশ করে জানান, জমিতে এবং সমুদ্র এলাকায় সিসমিক ডেটা অধিগ্রহণের জন্য কৌশলগত কূপ খনন করে পলি যুক্ত অববাহিকা গুলির মানসম্পন্ন ডেটা দরদাতাদের কাছে উপলব্ধ করতে সরকার প্রায় ৭৫০০ কোটি টাকা ব্যয় করছে। তৃণমূল সাংসদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানিয়েছেন, ভারত, ২০২১ সালের নভেম্বরে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনের (কপ ২৬) ২৬ তম অধিবেশনে, ২০৭০ সালের মধ্যে বায়ুমণ্ডলে নির্গত কার্বন এবং কার্বন অপসারণের মধ্যে একটি ভারসাম্য অর্জন করার লক্ষ্য মাত্রা নিয়েছে।


Previous articleভারতীয় মৎস্যজীবীদের নৌকায় হামলা শ্রীলংকার, মৃত ১! জবাব চাইলো দিল্লি 
Next articleপ্রতিষ্ঠা দিবসের দিনই দলবদলে বড় চমক লাল-হলুদের