বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সোমবার বিস্তারিত আলোচনা বিধানসভায় 

বিজেপির বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হয়েছে রাজ্য সরকার (Government of West Bengal)। এবার এই প্রস্তাবনার বিরোধিতায় বিধানসভায় (Assembly ) আনা নিন্দা প্রস্তাব নিয়ে আগামী সোমবার আলোচনা হতে চলেছে।

চলতি বাদল অধিবেশনে পরিচালনা বিধির ১৮৫ নম্বর ধারায় এই প্রস্তাব আনা হয়েছে। বিধানসভার বুলেটিনে বৃহস্পতিবার তা প্রকাশিত হয়েছে। বাংলা ভাগের অপচেষ্টা করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে প্রস্তাবে। এই ধরনের উদ্যোগ থেকে বিরত থাকার জন্য বিধানসভা রাজ্য সরকারের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করছে বলেও উল্লেখ রয়েছে। প্রস্তাবের শেষ অংশে রাজ্যের সকল শ্রেণির ঐক্য, সংহতি, শান্তি ও সম্প্রীতি রক্ষার স্বার্থে পশ্চিমবঙ্গকে অটুট রাখার জন্য সকল স্তরের জনগণের কাছে আবেদন জানানো হয়েছে। নাম না করে সুকান্ত মজুমদারের কথাও প্রস্তাবে বলা হয়েছে। উত্তর পূর্বের সঙ্গে সংযুক্ত করা রাজ্য ভাগের নামান্তর বলেই উল্লেখ করা হয়েছে শাসকশিবিরের আনা প্রস্তাবে। উঠে এসেছে নিশিকান্ত দুবের মন্তব্যও। দু’ঘণ্টার আলোচনায় অংশ নেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের(Mamata Banerjee)।


Previous articleবিধানসভায় সৌজন্যের নজির, বিজেপি বিধায়কদের নিয়ে উত্তরবঙ্গের প্রকল্প দেখার প্রস্তাব ইন্দ্রনীলের!
Next articleটি-২০ বিশ্বকাপ অতীত, রোহিতের নজর এবার লঙ্কা জয়