Tuesday, November 11, 2025

ইস্টবেঙ্গলের ১০৫তম প্রতিষ্ঠা দিবসে ভারত গৌরব সৌরভ 

Date:

Share post:

ইস্টবেঙ্গলের ১০৫তম প্রতিষ্ঠা দিবস পালিত হল ক্লাব প্রাঙ্গণে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে মূল অনুষ্ঠানে আকর্ষণের কেন্দ্রে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মহম্মদ সামি। এদিন ভারত গৌরব সম্মান দেওয়া হয় সৌরভকে। প্রাইড অফ বেঙ্গল সম্মান পান সামি। পিকে ব্যানার্জি মেমোরিয়াল সম্মান দেওয়া হয় কোচ কার্লেস কুয়াদ্রাতকে। ড. রমেশ চন্দ্র সেন মেমোরিয়াল ‘জীবনকৃতী সম্মান’ পান রঞ্জিত মুখোপাধ্যায়। বোমকেশ বোস মেমোরিয়াল ‘জীবনকৃতি সম্মান’ জানানো হয় প্রশান্ত ব্যানার্জিকে। বছরের সেরা ফুটবলার হিসাবে সম্মানিত হন নন্দকুমার সেকার। উদীয়মান ফুটবলারের পুরস্কার পান প্রভসুখন গিল। অজয় বোস মেমোরিয়াল সাংবাদিক সম্মান দেওয়া হয় রাজদীপ সারদেশাইকে। পুষ্পেন সরকার মেমোরিয়াল সাংবাদিক সম্মান পান সরোজ চক্রবর্তী। বর্ষসেরা ক্রিকেটারের সম্মান দেওয়া হয় সাত্যকি দত্তকে। সেরা সমর্থক হন মুকুল গঙ্গোপাধ্যায় এবং গনেশ দাস। দুই রেফারি সুকৃতি কুমার দত্ত এবং জয়ন্ত বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধিত করা হয়। উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলী, অরূপ বিশ্বাস , স্নেহাশিস গাঙ্গুলী,বিকাশ পাঁজি, অ্যালভিটো,দেবাশিস কুমার, সুব্রত দত্ত,ফিরহাদ হাকিম,ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রাহুল টোডি,মনোরঞ্জন ভট্টাচার্য, শ্যাম থাপা,সুজিত বসু, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ বিশিষ্টরা।

এর আগে বৃহস্পতিবার সকালে প্রতিবারের মতো এবারও পতাকা উত্তোলন করা হয়। ক্লাব কর্তারা ছাড়াও ছিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলাররা। চিরাচরিত প্রথা মেনে সকালে ক্লাব তাঁবুতে ক্লাবের প্রধান প্রতিষ্ঠাতা সুরেশ চন্দ্র চৌধুরী, শৈলেশ বসু এবং ড. রমেশ সেনের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। একইসঙ্গে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এরপর কেক কেটে ক্লাবের ১০৫ তম জন্মদিন পালিত হয়।উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি মুরারি লাল লোহিয়া, সচিব রূপক সাহা, ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি, অর্থ সচিব সদানন্দ মুখার্জি, শীর্ষকর্তা দেবব্রত সরকার। এছাড়াও ছিলেন একাধিক প্রাক্তন ফুটবলার। এই তালিকায় ছিলেন ভাস্কর গাঙ্গুলি, মিহির বসু, বিকাশ পাঁজি, অতনু ভটাচার্য, অমিত ভদ্র, অমিতাভ চন্দ্র, সঞ্জয় মাঝি, সৌমিক দে, আলভিটো ডি কুনহা, মেহতাব হোসেন, দীপঙ্কর রায়, রহিম নবি, চন্দন দাস, মাধব দাস, প্রশান্ত চক্রবর্তী প্রমুখ। এছাড়াও ছিল ইস্টবেঙ্গল ক্লাবের জুনিয়ার ফুটবলাররা। ছিলেন সদস্য, সমর্থকরাও।


spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...