প্যারিস অলিম্পিক্সে অঘটন, ছিটকে গেলেন সিন্ধু, হল না পদকের হ্যাটট্রিক

অলিম্পিক্সে পদকের হ্যাটট্রিক হল না ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুর। বলা ভাল প্যারিস অলিম্পিক্সে বড় অঘটন । প্যারিস অলিম্পিক্স থেকে ছিটকে গেলেন সিন্ধু। শেষ ষোলোর ম্যাচে সিন্ধু হারলেন চিনের হে বিং জিয়াও-এর কাছে। ম্যাচের ফলাফল ১৯-২১, ১৪-২১। এর হারের ফলে দকের জয়ের হ্যাটট্রিক হল না ভারতীয় শাটলারের।

ম্যাচে এদিন শুরু থেকেই প্রতিপক্ষের থেকে পিছিয়ে থাকেন সিন্ধু। একটা সময় পিছিয়ে থেকেও প্রথম সেটে লড়াই করেন সিন্ধু। কিন্তু পারেননি । ১৯-২১ গেম-এ হারেন ভারতীয় শাটলার। দ্বিতীয় সেটে সিন্ধুকে কার্যত দাঁড়াতেই দেননি হে বিং জিয়াও। যার ফলে ১৪-২১ এ ম্যাচ জয় করেন তিনি।

চলতি অলিম্পিক্সে রেকর্ডের হাতছানি ছিল পিভি সিন্ধুর সামনে। পরপর তিনটি অলিম্পিক্সে পদক জয়ের সুযোগ ছিল ভারতীয় শাটলারের কাছে। রিও এবং টোকিও পর প্যারিসে সেই লক্ষ্য নিয়েই নেমেছিলেন সিন্ধু। কিন্তু শেষ ষোলো থেকেই বিদায় নিতে হল তাঁকে।

আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপ অতীত, রোহিতের নজর এবার লঙ্কা জয়


Previous articleবিতর্কের ইতি: সিংহ-সিংহীর নাম রাখলেন স্বয়ং মুখ্যমন্ত্রী
Next articleপূজা খেড়করের আগাম জামিনের আবেদন খারিজ দিল্লি আদালতের