Wednesday, August 27, 2025

এবার মহামেডানের পাশে শ্রাচী গ্রুপ, আর্থিক সমস্যা মিটিয়ে সাদা-কালো ক্লাব পেল নতুন ইনভেস্টার

Date:

Share post:

শ্রাচী স্পোর্টসের হাত ধরে আশার আলো দেখল মহামেডান স্পোর্টিং ক্লাব। আরও ভালো করে বললে স্বস্তিতে ফিরল সাদা-কালো ক্লাব। ইনভেস্টার পেল তারা। ইনভেস্টার হিসেবে পেল ‘শ্রাচী’ গ্রুপকে। যার ফলে আসন্ন আইএসএল-এ খেলতে আর কোন সমস্যা রইল না মহামেডানের। সূত্রের খবর, ৩০.৫ শতাংশ শেয়ার নিয়ে দু’বছরে ৩৫ কোটি টাকা দেওয়ার জন্য সাদা-কালো ক্লাবের সঙ্গে মৌ চুক্তি স্বাক্ষর করেছেন শ্রাচী স্পোর্টসের কর্নধার রাহুল টোডি। জানা যাচ্ছে, গতকাল রাতে মহামেডানের ক্লাব তাঁবুতেই হয়েছে এই মৌ স্বাক্ষর। শ্রাচী স্পোর্টসকে ইনভেস্টর হিসাবে পেয়ে উচ্ছ্বসিত মহামেডান সভাপতি আমিরুদ্দিন ববি । উচ্ছ্বসিত শ্রাচী গ্রুপের কর্ণধার রাহুল টোডিও।

আইলিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলের যোগ্যতা অর্জন করেছে মহামেডান। কিন্তু আইএসএল-এর জন্য শক্তিশালী দল গড়তে অর্থের অভাব হচ্ছিল মহামেডানের। বিভিন্ন ফুটবলারের সঙ্গে চুক্তি হয়ে যাওয়ার পরেও আর্থিক সমস্যাতেই বলা যাচ্ছিল না কথা। তবে এবার মিটতে চলেছে সেই সমস্যা। শ্রাচী গ্রুপ হাত ধরে ঘুরে দাঁড়াতে চলেছে মহামেডান। জানা যাচ্ছে, মহামেডান সভাপতি আমিরুদ্দিন ববির সঙ্গে শ্রাচী স্পোর্টসের বেশ কিছুদিন ধরে আলোচনা হয়। তবে এর মধ্যেই পুরো বিষয়টির মধ্যে দেখেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় । তিনিও শ্রাচী কর্নধারকে অনুরোধ করেন মহামেডানের ইনভেস্টর হিসেবে যোগ দেওয়ার জন্য। এরপরই গতকাল রাতে মহামেডান তাঁবুতে আলোচনায় বসে ত্রিপাক্ষিক মৌ চুক্তিতে স্বাক্ষর করেন মহামেডান সভাপতি আমিরুদ্দিন ববি। বাঙ্কারহিল কর্তা দীপক সিং এবং শ্রাচী গ্রুপের কর্ণধার রাহুল টোডি।

শ্রাচী গ্রুপকে ইনভেস্টর হিসাবে পাওয়ার পর মহামেডান সভাপতি আমিরুদ্দিন ববি বলেন , “ অবশ্যই আমাদের জন্য ভালো খবর। এবার আইএসএল খেলতে আর কোনও অসুবিধা রইল না। ” অপরদিকে মহামেডান ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে শ্রাচী গ্রুপের কর্ণধার রাহুল টোডি বলেন, “ শ্রাচী স্পোর্টস সবরকম খেলাধুলোতে ইনভেস্ট করছে। আমরা সবরকম খেলাধুলোর পিছনে পৃষ্ঠপোষকতা করতে চাই। তাছাড়া বাংলার একটি ক্লাব আইএসএল খেলবে। মহামেডানের পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্য মনে হয়েছে। ” জানা যাচ্ছে, ৬১ শতাংশ শেয়ার ছিল স্পনসর বাঙ্কারহিলের কাছে। আর ৩৯ শতাংশ ছিল মহামেডানের কাছে। সূত্রের খবর, মহামেডান ক্লাব তাদের ৩৯ শতাংশ শেয়ার ধরে রাখবে। সেক্ষেত্রে ভাগ হবে ভাগ হবে বাঙ্কারহিলের শেয়ার। জানা যাচ্ছে, বাঙ্কারহিল কর্তৃপক্ষ ৩০.৫ শতাংশ শেয়ার দিয়ে দেয় শ্রাচী গ্রুপকে। নিজেদের কাছে রাখে বাকি ৩০.৫ শতাংশ শেয়ার।

খেলাধুলার সঙ্গে এই প্রথম যোগ নয় শ্রাচী গ্রুপের। রাহুল টোডি ইস্টবেঙ্গলের সহ-সভাপতি। এছাড়াও শ্রাচী গ্রুপ ইস্টবেঙ্গল ক্রিকেট টিমের স্পনসর। এছাড়াও কয়েকদিন আগে আইএফএর সঙ্গে যুক্ত হয়েছে কমার্শিয়াল পার্টনার হিসেবে।

আরও পড়ুন- প্যারিস অলিম্পিক্সে অঘটন, ছিটকে গেলেন সিন্ধু, হল না পদকের হ্যাটট্রিক


spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...