Tuesday, November 11, 2025

ব্রডকাস্টিং বিল চলে যাচ্ছে কোম্পানির হাতে, আঁধারে সাংসদরা: তোপ জহরের

Date:

Share post:

দেশের মানুষ তথা সাংসদদের অন্ধকারে রেখে তথ্য সম্প্রচার বিল ছড়িয়ে দিচ্ছে তথ্য সম্প্রচারের ব্যবসায়ীদের কাছে। নতুন বিল নিয়ে প্রশ্ন করলে এবার বিরোধী সাংসদদেরও এই সংক্রান্ত তথ্য দেওয়া হচ্ছে না, মন্ত্রকের প্রশ্নের উত্তর তুলে ধরে কেন্দ্রের মিথ্যাচারের পর্দাফাঁস করলেন রাজ্যসভার সাংসদ জহর সরকার। সেই সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মে বিরোধী তকমা পাওয়া কন্টেন্ট ক্রিয়াটারদের উপর বেছে বেছে আক্রমণ চালানোর আশঙ্কা প্রকাশ করেন তিনি।

কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের কাছে সাংসদ জহর সরকার জানতে চেয়েছিলেন তথ্য় সম্প্রচার বিলে পরিবর্তন আনা হচ্ছে কিনা। যদি পরিবর্তন আনা হয় তবে ওটিটি ও ডিজিটাল মিডিয়াকে সেই আইনের আওতায় আনা হচ্ছে কি, বা তাঁদের উপরও ফৌজদারি আইন কার্যকর হবে কিনা, জানতে চান তৃণমূল সাংসদ। জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রতিমন্ত্রী এল মুরুগান জানান, ১৯৯৫ সালের তথ্য ও সম্প্রচার আইনে পরিবর্তন আনা হচ্ছে।

সেখানেই তিনি আরও দাবি করেন সহযোগী সংস্থা ও এই বিষয়ে বিশেষজ্ঞদের মতামতের জন্য পেশ করা হয়েছে। ২০২৩ সালের নভেম্বর মাসেই সেই বিল এদের হাতে পৌঁছে গিয়েছে। তারপরেও বিলের বিস্তারিত একজন জনপ্রতিনিধি জানতে চাইলে তথ্য প্রকাশে সত্য চাপার নজির দেখালো বিজেপি সরকার। তৃণমূল সাংসদ দাবি করেন, “এতে বাকি সব প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়া হয়েছে – অথচ কোনও গণতান্ত্রিক দেশে এরকম কঠোর আইন নেই।” সেই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন কুণাল কামরা, রাভিশ কুমার, ধ্রুব রাঠির মত কন্টেন্ট ক্রিয়েটারদের কণ্ঠরোধ করতে যাবতীয় পন্থা নেওয়া হবে এই বিলে।

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...