Thursday, August 21, 2025

টানা বৃষ্টিতে আসানসোলে মৃত ৩! জলের তোড়ে ভেসে গেল গাড়ি-বাইক

Date:

Share post:

বিগত কয়েকদিন লাগাতার বৃষ্টিতে (Rain) দেশের পাশাপাশি রাজ্যের একাধিক প্রান্ত প্লাবিত হয়েছে। কল্যাণী থেকে কালনাই হোক বা নদীয়া থেকে নামখানা যেদিকে নজর যায় সেদিকেই একই ছবি চোখে পড়ছে। এবার ভারী বৃষ্টির জেরে পৃথক দুর্ঘটনায় আসানসোলে (Asansol) মৃত্যু হল ৩ জনের। শনিবার এমন তথ্যই জানিয়েছেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক (Malay Ghatak)। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সূত্রের খবর, শনিবার সকালে ভারী বৃষ্টির জেরে গাড়ুই নদীতে ভেসে যায় একটি চারচাকা গাড়ি। গাড়ির ভিতর থেকে চালকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম চঞ্চল বিশ্বাস। শনিবার সকালে গাড়ুই নদী থেকে গাড়িটি উদ্ধার করে এনডিআরএফের দল। মৃত চালকের নাম চঞ্চল বিশ্বাস (৫৯)। প্রাক্তন সেনা কর্মী চঞ্চল আসানসোলে একটি সরকারি কোম্পানির কর্মচারী ছিলেন। তবে শুধু চঞ্চল নন, এদিন বৃষ্টির জলে ভেসে গিয়ে এক কয়লা খনির শ্রমিক-সহ দুজনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

শনিবার সকালেই দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতরা হলেন রোহিত রায় (২৯) ও গৌরাঙ্গ রায় (৩৯)। রোহিত আসানসোল উত্তর থানার রেলপারের ডিপো পাড়ার কেএস রোডের বাসিন্দা। অন্যদিকে গৌরাঙ্গ দক্ষিণ থানার রাহা লেনের বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। গৌরাঙ্গ ইসিএলের কালিপাহাড়ি কোলিয়ারিতে চাকরি করতেন। শুক্রবার বৃষ্টির মধ্যে বাইকে চেপে বাড়ি থেকে কোলিয়ারির পথে যেতেই ঘটে যায় দুর্ঘটনা। পুলিশ সূত্রে খবর, কালিপাহাড়ি রেল ব্রিজ দিয়ে জল যাচ্ছিল। তার মধ্যে দিয়ে গৌরাঙ্গ বাইক নিয়ে পারাপারের চেষ্টা করতেই ঘটে যায় দুর্ঘটনা। জলের তোড়ে তিনি ভেসে যান। তবে শুক্রবার দিনভর নিখোঁজ থাকার পর অবশেষে শনিবার সকালে মিলল ওই খনিকর্মীর দেহ।

spot_img

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...