Friday, August 22, 2025

শিল্প-সংস্কৃতির আদানপ্রদানের সংকল্প, সম্মাননা দিল “ট্রাব”

Date:

Share post:

শহরের বুকে সায়েন্স সিটিতে অনুষ্ঠিত হল “ইন্ডিয়া-বাংলাদেশ সাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড ২০২৪”। ইন্ডিয়া-বাংলাদেশ রিপোটার্স অ্যাসোসিয়েশন (ইব্রা) ও টেলিভিশন রিপোর্টার্স অব বাংলাদেশ (ট্রাব) ইন্ডিয়া শাখার উদ্যোগে অনুষ্ঠিত হল দুই বাংলার সাংস্কৃতিক-সম্প্রীতি শীর্ষক এই আলোচনা। অনুষ্ঠানে হাজির দুই বাংলার সাংবাদিক ও অতিথিরা সংকল্প নিলেন এপার-ওপারের ভাষা-শিল্প-সংস্কৃতির আদানপ্রদানের। অনুষ্ঠানের শিশুদের নিয়ে তৈরি শর্টফিল্ম “গোলু” প্রদর্শিত হয়। দুই দেশের দুই বরেণ্য ব্যক্তির স্মরণে দুটি তথ্যচিত্রের নির্বাচিত অংশ প্রদর্শন করা হয়।

বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র সাংবাদিক ও চলচ্চিত্র পরিচালক প্রয়াত ফজলুল হকের জীবনী নিয়ে তথ্যচিত্র The Fronters Man Fajlul Haque প্রদর্শন করা হয়। তথ্যচিত্রের পরিচালক: শহিদুল আলম সাচ্চু । প্রয়াত ফজলুল হকের পুত্রবধূ তথা শিল্পপতি কনা রেজা প্রয়াত হকের স্মৃতিচারণা করেন। এপার বাংলার তরফে প্রদর্শিত হয় তপশ্রী গুপ্ত পরিচালিত তথ্যচিত্র “অগ্নিপুরুষ বিনোদ বিহারী”। অবিভক্ত ভারতে স্বাধীনতা সংগ্রামে দুটি দেশের মানুষের অবদান অনস্বীকার্য। স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন এক অবিস্মরণীয় সংগ্রাম। সেই সংগ্রামে মাস্টারদা সূর্য সেনের অন্যতম সঙ্গী ছিলেন বিনোদবিহারী চৌধুরী। ১০২ বছর বয়সে কলকাতায় তাঁর পুত্রের বাসভবনে এক রুদ্ধশ্বাস সাক্ষাৎকার নেওয়া হয়, যা আজও অপ্রকাশিত। সেই সাক্ষাৎকারটি নিয়ে তথ্যচিত্র “অগ্নিপুরুষ বিনোদ বিহারী।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক সালাম মাহমুদ, পরিচালক, অভিনেতা, নাট্যকার সাজ্জাদ হোসেন দোদুল, সাধারণ সম্পাদক, (টেলিপ্যাব), নাসরিন হেলালী, নাট্য নির্দেশক, অভিনেত্রী, আবদুন নুর সজল, বিশিষ্ট টিভি ও চলচ্চিত্র অভিনেতা, আবুল হোসেন মজুমদার, চলচ্চিত্র প্রযোজক, সালমান হায়দার, বিশিষ্ট চিত্রনাট্যকার ও পরিচালক, লায়ন আনোয়ারা বেগম নিপা, চেয়ারম্যান, স্মার্ট বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন, রাজিয়া মুন্নি, কণ্ঠশিল্পী, বাংলাদেশ। ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী ডঃ হুমায়ুন কবীর, শিক্ষাবিদ পবিত্র সরকার, পদ্মশ্রী মাসুম আখতার, তপশ্রী গুপ্ত, অধ্যাপক রাধাতমাল গোস্বামী, ডঃ নটরাজ রায় সহ বহু গুণিজন।

এরপর দুই বাংলার কৃতী মানুষদের “ইন্ডিয়া-বাংলাদেশ সাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড ২০২৪” সম্মান জানানো হয়। সম্মানিত হন চলচ্চিত্র পরিচালক রাজকুমার পাল, প্রকৃতি প্রেমী চিত্রগ্রাহক অনুপম হালদার, গীতিকার, সুরকার ও সংগীত শিল্পী কুশল চ্যাটার্জী, কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার সঞ্জয় চট্টোপাধ্যায়, প্রাবন্ধিক ও লেখক তরুণ রায়চৌধুরী, বাংলা সাহিত্য কবিতার জন্য তাপস মহাপাত্র, চিত্রশিল্পী সোমা কুণ্ডু ও সমীর কুণ্ডু, সোমেন কোলে, অভিনেত্রী ও সংগীত শিল্পী জেনিভা রায়।

 

spot_img

Related articles

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...