Friday, November 7, 2025

বাংলাদেশ যাত্রায় ‘না’! ভারতীয়দের সতর্ক থাকার নির্দেশ বিদেশমন্ত্রকের

Date:

Share post:

লাগাতার অশান্তিতে অগ্নিগর্ভ বাংলাদেশ (Bangladesh)! পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে অশান্তি থামার লক্ষণ তো দূর দূরদূরান্ত অবধি চোখে পড়েছে না। শনিবার থেকে ফের বেড়েছে আন্দোলনকারীদের ঝাঁঝ। যার জেরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে অশান্তি। শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের অবসান চেয়ে ফের বিক্ষোভ শুরু আন্দোলনকারীদের। রবিবার একদিনেই সেদেশে অন্তত ৯৭ জনের মৃত্যু হয়েছে। সোমবারও সেই তালিকা আরও দীর্ঘ হচ্ছে বলে খবর। ইতিমধ্যে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করল ভারতীয় বিদেশমন্ত্রক (Foreign Ministry)। এদিকে আন্দোলন তীব্রতর হওয়ার পর আজই হেলিকপ্টারে (Helicopter) চড়ে নিজের বোনকে নিয়ে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও হাসিনার এমন পদক্ষেপে আন্দোলনকারীরা যে অশান্ত হয়ে উঠবে তা দিনের আলোর মতো পরিষ্কার।

ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে সাফ জানানো হয়েছে, ভারতীয়রা যেন এই সময়ে বাংলাদেশে একেবারেই না যান। এছাড়াও সেদেশে থাকা ভারতীয়দের সদা সতর্ক থাকার নির্দেশও দিয়েছে বিদেশমন্ত্রক। রবিবার রাতে এক্স হ্যান্ডেলে বিদেশমন্ত্রকের তরফে বিশেষ নির্দেশিকা পোস্ট করা হয়। সেখানে পরিষ্কার লেখা হয়, বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে জানানো হচ্ছে, ভারতীয়রা যেন কোনওভাবেই বাংলাদেশে না যান। পরবর্তী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সফর স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে ভারতীয়দের।

এছাড়া আপাতত যেসমস্ত ভারতীয়রা বাংলাদেশে রয়েছেন, তাঁদের সবসময় সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকায় ভারতীয় হাই কমিশনের সঙ্গে যে কোনও প্রয়োজনে যোগাযোগ রাখতে বলা হয়েছে। পাশাপাশি বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের জন্য তিনটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে বিদেশমন্ত্রকের তরফে।


spot_img

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...