Saturday, August 23, 2025

আইন মেনেই পুরনিগমে নিয়োগ! সুপ্রিম রায়ে স্বস্তিতে লেফট্যানেন্ট গভর্নর, চিন্তা বাড়ল AAP-র

Date:

Share post:

মন্ত্রিসভার পরামর্শ না নিয়েই দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশনে (Delhi Municipal corporation) ১০ জনকে নিয়োগ করেছিলেন। এরপরই দিল্লির লেফট্যানেন্ট গভর্নর (Leftenant Governor) ভি কে সাক্সেনার (VK Saxena) বিরুদ্ধে মামলা দায়ের করে দিল্লির আম আদমি পার্টির (AAP) সরকার। সোমবার সেই মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court of India)। এদিন শীর্ষ আদালত সাফ জানিয়েছে, সরকারের কোনও পরামর্শ না নিয়েই পুরনিগমের সদস্য মনোনীত করতে পারবেন দিল্লির লেফট্যানেন্ট গভর্নর।

সুপ্রিম কোর্টের মতে, দিল্লি পুরনিগমের আইন অনুযায়ী তিনি সরকারের পরামর্শ না নিয়েই যেকোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন‌। এতে সরকারকে অবগত করা বা অনুমতি নেওয়ার কোনও প্রয়োজন নেই। আর সেকারণেই পিছপা বা বিচলিত না হয়েই আইন অনুযায়ীই লেফট্যানেন্ট গভর্নরের কাজ করা উচিত বলে মন্তব্য করেছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি নরসিংহ ও বিচারপতি জেবি পর্দিওয়ালার বেঞ্চে এদিন মামলার শুনানি হয়। দিল্লি সরকারের দাবি, লেফটেন্যান্ট গভর্নর তাদের পরামর্শ ছাড়াই ইচ্ছেমতো নিয়োগ করেছে। যা চলতে পারে না।

শীর্ষ আদালত এদিন ১৯৯৩ সালের দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন আইনের উল্লেখ করে বলেন, রাজ্যপালকে দিল্লি সরকারের সাহায্য এবং পরামর্শ নিয়ে কাজ করার প্রয়োজন নেই। পুরনিগমের জন্য ১০জনকে মনোনীত করতে পারেন তিনি। গত বছর, দিল্লির আপ সরকার সুপ্রিম কোর্টে অভিযোগ করে, নির্বাচিত সরকারই দিল্লির পুরসভায় নিয়োগ করত আগে। এখনও এই অধিকার শুধুমাত্র দিল্লি সরকারেরই আছে। কিন্তু রাজ্যপাল কীভাবে সরকারের পরামর্শ না নিয়ে নিয়োগ করতে পারেন তা নিয়ে প্রশ্ন তোলে অরবিন্দ কেজরিওয়ালের সরকার। ২০২৩ সালের মে মাসে এই মামলার শুনানি শেষ হয়। ১৪ মাসেরও বেশি সময় ধরে সিদ্ধান্ত সংরক্ষণ করার পরে, সোমবার এমনই রায় শীর্ষ আদালতের।


spot_img

Related articles

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...

বাংলা ভাষার অপমান মানব না, সরব গর্বিত বাঙালি ঋতুপর্ণা

বিজেপি রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, ক্রমাগত বাংলা ভাষার অপমানে গর্জে উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা ও বাঙালির...