Wednesday, November 5, 2025

আইন মেনেই পুরনিগমে নিয়োগ! সুপ্রিম রায়ে স্বস্তিতে লেফট্যানেন্ট গভর্নর, চিন্তা বাড়ল AAP-র

Date:

Share post:

মন্ত্রিসভার পরামর্শ না নিয়েই দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশনে (Delhi Municipal corporation) ১০ জনকে নিয়োগ করেছিলেন। এরপরই দিল্লির লেফট্যানেন্ট গভর্নর (Leftenant Governor) ভি কে সাক্সেনার (VK Saxena) বিরুদ্ধে মামলা দায়ের করে দিল্লির আম আদমি পার্টির (AAP) সরকার। সোমবার সেই মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court of India)। এদিন শীর্ষ আদালত সাফ জানিয়েছে, সরকারের কোনও পরামর্শ না নিয়েই পুরনিগমের সদস্য মনোনীত করতে পারবেন দিল্লির লেফট্যানেন্ট গভর্নর।

সুপ্রিম কোর্টের মতে, দিল্লি পুরনিগমের আইন অনুযায়ী তিনি সরকারের পরামর্শ না নিয়েই যেকোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন‌। এতে সরকারকে অবগত করা বা অনুমতি নেওয়ার কোনও প্রয়োজন নেই। আর সেকারণেই পিছপা বা বিচলিত না হয়েই আইন অনুযায়ীই লেফট্যানেন্ট গভর্নরের কাজ করা উচিত বলে মন্তব্য করেছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি নরসিংহ ও বিচারপতি জেবি পর্দিওয়ালার বেঞ্চে এদিন মামলার শুনানি হয়। দিল্লি সরকারের দাবি, লেফটেন্যান্ট গভর্নর তাদের পরামর্শ ছাড়াই ইচ্ছেমতো নিয়োগ করেছে। যা চলতে পারে না।

শীর্ষ আদালত এদিন ১৯৯৩ সালের দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন আইনের উল্লেখ করে বলেন, রাজ্যপালকে দিল্লি সরকারের সাহায্য এবং পরামর্শ নিয়ে কাজ করার প্রয়োজন নেই। পুরনিগমের জন্য ১০জনকে মনোনীত করতে পারেন তিনি। গত বছর, দিল্লির আপ সরকার সুপ্রিম কোর্টে অভিযোগ করে, নির্বাচিত সরকারই দিল্লির পুরসভায় নিয়োগ করত আগে। এখনও এই অধিকার শুধুমাত্র দিল্লি সরকারেরই আছে। কিন্তু রাজ্যপাল কীভাবে সরকারের পরামর্শ না নিয়ে নিয়োগ করতে পারেন তা নিয়ে প্রশ্ন তোলে অরবিন্দ কেজরিওয়ালের সরকার। ২০২৩ সালের মে মাসে এই মামলার শুনানি শেষ হয়। ১৪ মাসেরও বেশি সময় ধরে সিদ্ধান্ত সংরক্ষণ করার পরে, সোমবার এমনই রায় শীর্ষ আদালতের।


spot_img

Related articles

SIR-NRC আতঙ্কে আত্মহত্যা ভাঙড়ে, পরিবারের পাশে শওকত মোল্লা

ফের এসআইআর-এনআরসি(SIR-NRC) আতঙ্কে আত্মহত্যা। ভাঙড়ে(Bhangar) মৃতের সফিকুল গাজি(Safikul gazi)। বুধবার সকালে বাড়ি থেকে পাওয়া গিয়েছে তাঁর মৃতদেহ। কান্নায়...

কেন্টাকির লুইসভিলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা!

টেক অফের সময় বিপত্তি, ইউপিএস কার্গো বিমানে (UPS Cargo Flight) হঠাৎ বিস্ফোরণ! মুহূর্তের মধ্যে পুড়ে ছাই ম্যাকডোনেল ডগলাস...

SIR বিরোধিতায় ঠাকুরনগরে অনশন মতুয়া সম্প্রদায়ের একাংশের

এসআইআরের (SIR) কারণে এক কোটির বেশি মতুয়া সম্প্রদায় মুক্ত মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়বেন। বিজেপি ইচ্ছাকৃতভাবে চক্রান্ত...

হরমনপ্রীতের নয়া কীর্তি: ‘বাহুবলী কন্যার’ বাহুতে বিশ্বকাপ

দীর্ঘ অপেক্ষার অবসন ঘটিয়ে হরমনপ্রীত কৌরের(Harmanpreet Kaur )হাতে উঠেছে বিশ্বকাপ ট্রফি(ICC World Cup)। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সোনালী ফ্রেমে...