আজও সুপ্রিম কোর্টে ২৬ হাজারের চাকরি বাতিল মামলার শুনানি হলো না। সোমবারই অযোগ্য ও অবৈধভাবে চাকরি প্রাপ্রকদের সংখ্যা জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। হলফনামা দিয়ে SSC এর , ২০১৬-এর নিয়োগে চারটি বিভাগে অযোগ্য চাকরি প্রাপকদের সংখ্যাটা ১ হাজার ২১২। এর আগে প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকার ও SSC। এই মামলায় সরকার পক্ষকে নথি জমা দেওয়ার জন্য আগামী শুক্রবার পর্যন্ত সময়সীমা বাড়ানো হলো।

পাশাপাশি নোডাল অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই সংক্রান্ত সব তথ্য নির্ভুলভাবে আদালতে পেশ করা হয়। দ্রুতই পরবর্তী শুনানি দিন ঘোষণা করা হবে বলে আদালত সূত্রে খবর।

