Wednesday, May 7, 2025

টলিপাড়ায় নতুন উদ্যম, আগস্ট থেকে অক্টোবরে একগুচ্ছ ছবি মুক্তি!

Date:

Share post:

রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে টলিপাড়ার জট কেটে এখন পুজোর ছবি নিয়ে চূড়ান্ত তৎপরতা। আগামী দুমাসে একগুচ্ছ ছবির তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty),প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee),অনির্বাণ ভট্টাচার্যদের (Anirban Bhattacharya)সিনে তালিকায় নাম জুড়ল পরাণ বন্দ্যোপাধ্যায়ের (Paran Banerjee)। ফি-বছর পুজোর ছবির সংখ্যা ক্রমশ বাড়ছে। এ বছরও পুজোর ছবির তালিকায় ক্রমাগত যোগ-বিয়োগ চলছে। টলিপাড়ার একটি সূত্র বলছে আগামী দুমাসে একাধিক হেভিওয়েট সিনেমা মুক্তি পেতে চলেছে। তালিকায় পরিচালক শিবপ্রসাদ – সৃজিত থেকে পাভেল- রাহুল- পথিকৃৎ।

 

এই মুহূর্তে টেকনিশিয়ান স্টুডিওতে প্রসেনজিৎ- অনির্বাণকে নিয়ে পুজোর ছবির শুটিং করছেন রাহুল মুখোপাধ্যায়। আগস্ট থেকে অক্টোবরের প্রযোজনা সংস্থার মোট চারটি ছবি মুক্তি পেতে চলেছে। তালিকায় রয়েছে ‘মেঘ বাড়ি’, ‘কীর্তন ২’, ‘ইস্কাবনের বিবি’ এবং পুজোর ছবি ‘পরান যাহা চায়’। এই শেষের ছবি ঘিরেই আগ্রহ বাড়ছে। ক্যামেলিয়া প্রযোজনা সংস্থার এই সিনেমার পরিচালনার দায়িত্বে পাভেল। এই প্রথম পুজোয় বর্ষীয়ান অভিনেতার ছবি মুক্তি। পরাণ বলছেন, এই বয়সে আর নতুন করে উত্তেজনা বা উন্মাদনা তৈরির জায়গা নেই। তবে ভাল কাজ হোক এটাই চাওয়া। এবারের পুজোয় একগুচ্ছ হেভিওয়েট বাংলা ছবি মুক্তির কথা রয়েছে। তালিকায় সৃজিত মুখোপাধ্যায়ের ‘টেক্কা’ (এই ছবির অন্যতম আকর্ষণ অভিনেতা দেব), নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী’, রাহুল মুখোপাধ্যায়ের (Rahool Mukherjee)নাম ঠিক না হওয়া ছবি (যা নিয়ে এত কাণ্ড টলিউডে), সুরিন্দর ফিল্মসের ‘মিতিন মাসি’ সিরিজের পরবর্তী ছবি এবং পথিকৃৎ বসুর ‘শাস্ত্রী’ (Shastri)যেখানে মূল চরিত্রে মিঠুন চক্রবর্তী।


spot_img

Related articles

পহেলগামের জঙ্গি হামলার জবাব দিল ভারত, জয় ইন্ডিয়া! বললেন মুখ্যমন্ত্রী 

পহেলগামের জঙ্গি হামলার বদলা নিল ভারতীয় সেনা (Indian Army)। অপারেশন সিঁন্দুরের (Operation Sindoor) মাধ্যমে প্রায় ৯০ জঙ্গিকে মারল...

পহেলগামের প্রত্যাঘাতে খুশি স্বজনহারারা, জেনে নিন কেন ‘OPERATION SINDOOR’ নামকরণ

ভূস্বর্গের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে চোখের সামনে সবটা শেষ হয়ে গেছিল গত বাইশে এপ্রিল। পহেলগামে (Pahelgam attack)...

রাতেই POK-তে হামলা, বুধের সকালে দেশজুড়ে অসামরিক মহড়া 

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার প্রায় দু সপ্তাহ পর মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালালো ভারত (Indian Army...

আজ শীর্ষ আদালতে DA মামলার শুনানি, সুপ্রিম রায়ে নজর সরকারি কর্মচারীদের

আজ দেশের শীর্ষ আদালতে (Supreme Court) পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি। গত বাজেটে রাজ্য সরকার (Government of...