বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা ও উন্নয়নের বার্তা মুখ্যমন্ত্রীর

৯ অগাস্ট বিশ্ব আদিবাসী দিবস। এদিন ঝাড়গ্রাম স্টেডিয়ামে ১৫৮ টি প্রকল্পের শিলান্যাস ও ২৯৩টি প্রকল্পের উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার আগে নিজের এক্স হ্যান্ডেলে আদিবাসীদের শুভেচ্ছা জানিয়ে উন্নয়নের বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মমতা লেখেন, ‘আজ বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে সমস্ত আদিবাসীদের আন্তরিক শুভেচ্ছা! বাংলায় আমরা এই দিনটিকে ‘আদিবাসী দিবস’ হিসেবে পালন করি। এই দিনে, আমরা আমাদের সমাজ এবং পরিবেশে আদিবাসী ভাইদের অমূল্য অবদানকে সম্মান করি এবং রাজ্যজুড়ে তাদের প্রাণবন্ত ঐতিহ্য, শিল্প উদযাপন করি। আজ ঝাড়গ্রামে আদিবাসী দিবসের রাজ্যস্তরের অনুষ্ঠানে উপস্থিত থাকব। আমাদের সরকার আদিবাসীদের ব্যাপক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা একটি পৃথক বিভাগ তৈরি করেছি এবং তাদের অধিকার সমুন্নত রাখতে এবং রক্ষা করতে এবং তাদের কল্যাণে মনোযোগ দেওয়ার জন্য বেশ কয়েকটি উন্নয়ন বোর্ড গঠন করেছি। তাদের জমি রক্ষায় আমরা আইন নিশ্চিত করেছি। আমরা ভবিষ্যতেও আদিবাসী ভাই-বোনদের উন্নয়নে আমাদের কাজ চালিয়ে যাব। জয় জোহর!’

আজ দুপুরে ১২ টায় ঝাড়গ্রাম স্টেডিয়ামে সরকারি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।


Previous articleসপ্তাহান্তে ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা, হাওড়া-শিয়ালদহ শাখায় বাতিল বহু লোকাল ট্রেন
Next articleপাকিস্তানের পর বাংলাদেশ, হাসিনাকে ‘গদি ছাড়া’ করতে কলকাঠি নাড়েন এই মার্কিন কূটনীতিক!