Saturday, August 23, 2025

বাংলাদেশ থেকে ভারতে আসতে চেয়ে সীমান্তে শরণার্থীদের ঢল! তৎপর BSF-ও

Date:

Share post:

শেখ হাসিনা (Seikh Hasina) যুগের অবসান ঘটিয়ে বৃহস্পতিবারই শপথ নিয়েছে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা পদে শপথ নিয়েছেন নোবেলজয়ী মহম্মদ ইউনুস। কিন্তু নোবেলজয়ী দায়িত্বগ্রহণের পরই আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির আশ্বাস দিয়েছিলেন। তবুও বাংলাদেশে (Bangladesh) অশান্তি কিছুতেই পিছু ছাড়ছে না। যার প্রভাব দেখা যাচ্ছে ভারত-বাংলাদেশ (Indio Bangladesh Border) সীমান্তে। বিগত কয়েকদিন ধরেই প্রাণভয়ে ভারতে আসতে চেয়ে সীমান্তে ভিড় জমাচ্ছেন শয়ে শয়ে শরণার্থী। এবার দেখা গেল এক ভয়ঙ্কর ছবি! বাংলাদেশ থেকে পালাতে একেবারে বুক সমান জলে নেমে ভারতের সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছেন শয়ে শয়ে শরণার্থী। যদিও এদিন তাঁদের কাঁটা তারের বেড়া টপকাতে দেননি বিএসএফ জওয়ানরা। যার জেরে সীমান্তের কাছেই এদিন জিরো পয়েন্টে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন শরণার্থীরা। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে ওঠে কোচবিহারের (Coochbehar) শীতলখুচির পাঠানটুলির ভারত-বাংলাদেশ সীমান্ত।

সূত্রের খবর, শুক্রবার সকালে বিএসএফের ১৫৭ ব্যাটেলিয়নের জওয়ানরা সীমান্তে মোতায়েন ছিল। এরপরই শরণার্থীদের কাঁটাতার টপকাতে বাধা দেয় বিএসএফ৷ কাঁটাতার থেকে প্রায় চারশো মিটার দূরে লালমণিরহাট জেলার গেন্দুগুড়ি ও দইখাওয়া গ্রামে সকাল থেকেই শয়ে বাংলাদেশের সংখ্যালঘুরা জমায়েত করতে শুরু করে। দিনভর সীমান্তে দাঁড়িয়ে থাকলেও লাভের লাভ কিছুই হয়নি। শুক্রবার সকাল থেকে দিনভর সীমান্তে দাঁড়িয়ে থাকতে দেখা যায় শরণার্থীদের। তবে এদিন বিএসএফের কাছে বারবার কাঁটাতার পেরনোর আবেদন জানালেও লাভের লাভ কিছুই হয়নি। শরণার্থীরা বাধার মুখে পড়তেই শেখ হাসিনার দল আওয়ামী লিগ ও জয় শ্রীরাম ধ্বনি দিতে শুরু করেন। এদিন বিএসএফ একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, এদিন সীমান্তের কাছে প্রায় হাজার জন জড়ো হন। প্রত্যেকেই ভারতে ঢুকতে চান। তবে জওয়ানরা বিজিবি-র সঙ্গে কথা বলে বাংলাদেশে ফিরিয়ে দেন বাংলাদেশি শরণার্থীদের।

শুধু শুক্রবারই নয়, বুধবার থেকেই বাংলাদেশের শরণার্থীদের আটকাতে রীতিমতো হিমশিম খাচ্ছে বিএসএফ। বুধবার জলপাইগুড়ির বেরুবাড়িতে বাংলাদেশ সীমান্তে জড়ো হয়েছিলেন বহু মানুষ। বিএসএফ জানায়, ভারতে ঢোকার অনুমতি চেয়ে তাঁরা জিরো পয়েন্টে অপেক্ষা করছিলেন বলে খবর। যদিও পরে বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে কথা বলে তাঁদের দেশে ফেরত পাঠায় বিএসএফ।

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...