Thursday, November 13, 2025

ওয়েনাড় ঘুরলেন, কিন্তু নতুন কোনও আশ্বাস দিলেন না নরেন্দ্র মোদি!

Date:

Share post:

ভূমিধ্বসে বিধ্বস্ত ওয়েনাড়ে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘর-বাড়ি, স্বজন হারানো হাজার হাজার পরিবারের মানুষ আশায় বুক বেঁধেছিলেন হয়তো প্রধানমন্ত্রীর সফরের হাত ধরেই হারিয়ে ফেলা জীবনে একটু হলেও আশার আলো দেখবেন তাঁরা। কিন্তু আকাশপথে ঘুরে ঘুরে শেষে ওয়েনাড়ের জন্য কোনও বিশেষ কথা শোনাতে পারলেন না দেশের প্রধানমন্ত্রী। এমনকি লোকসভার বিরোধী দলনেতা ওয়েনাড়ের প্রাকৃতিক বিপর্যয়কে জাতীয় বিপর্যয় ঘোষণা করার যে দাবি লোকসভায় জানিয়েছিলেন, সেই প্রত্যাশাও পূরণ করতে পারলেন না নরেন্দ্র মোদি।

ওয়েনাড়ের চুড়ালমালা ও মুন্ডাক্কাই এলাকায় যে ভূমিধ্বস হয় ৩০ জুলাই, তার উদ্ধার কাজ শনিবারই সম্পন্ন বলে ঘোষণা করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। শনিবার সকালে বিধ্বস্ত ওয়েনাড় পরিদর্শনে যান নরেন্দ্র মোদি। প্রথমে আকাশ পথে পরিদর্শন করেন তিনি। পরে পায়ে হেঁটে খানিকটা এলাকা ঘুরে দেখেন তিনি। দেখা করেন আশ্রয় শিবিরে থাকা স্থানীয় গৃহহারা মানুষের সঙ্গে। এরপর প্রশাসনিক আধিকারিকদের থেকে ওয়েনাড়ের পরিস্থিতি, উদ্ধারকাজ, পরিস্থিতির পর্যালোচনা করেন আধিকারিকদের সঙ্গে। তাঁর সঙ্গে ছিলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল আরিফ মহম্মদ খান, কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপি।

তবে গোটা পরিদর্শন ও পর্যালোচনার পরে নরেন্দ্র মোদি শুধুই বললেন, “এই বিপর্যয় স্বাভাবিক নয়। হাজার হাজার পরিবারের স্বপ্ন চুরমার হয়ে গিয়েছে। আমি ঘটনাস্থলের পরিস্থিতি দেখেছি। ত্রাণশিবিরে ক্ষতিগ্রস্থদের সঙ্গে কথা বলেছি যাঁরা এই বিপর্যয়ের সম্মুখিন হয়েছেন। আহতদের সঙ্গে হাসপাতালেও দেখা করেছি।” তবে সবকিছুর শেষে তিনি শুধু ঘোষণা করেন, “আমি আপনাদের নিশ্চিত করতে চাই যে ভারত এবং কেন্দ্রের সরকার আপনাদের জন্য চেষ্টার কোনও ত্রুটি রাখবে না।”

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...