Thursday, August 21, 2025

ওয়েনাড় ঘুরলেন, কিন্তু নতুন কোনও আশ্বাস দিলেন না নরেন্দ্র মোদি!

Date:

Share post:

ভূমিধ্বসে বিধ্বস্ত ওয়েনাড়ে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘর-বাড়ি, স্বজন হারানো হাজার হাজার পরিবারের মানুষ আশায় বুক বেঁধেছিলেন হয়তো প্রধানমন্ত্রীর সফরের হাত ধরেই হারিয়ে ফেলা জীবনে একটু হলেও আশার আলো দেখবেন তাঁরা। কিন্তু আকাশপথে ঘুরে ঘুরে শেষে ওয়েনাড়ের জন্য কোনও বিশেষ কথা শোনাতে পারলেন না দেশের প্রধানমন্ত্রী। এমনকি লোকসভার বিরোধী দলনেতা ওয়েনাড়ের প্রাকৃতিক বিপর্যয়কে জাতীয় বিপর্যয় ঘোষণা করার যে দাবি লোকসভায় জানিয়েছিলেন, সেই প্রত্যাশাও পূরণ করতে পারলেন না নরেন্দ্র মোদি।

ওয়েনাড়ের চুড়ালমালা ও মুন্ডাক্কাই এলাকায় যে ভূমিধ্বস হয় ৩০ জুলাই, তার উদ্ধার কাজ শনিবারই সম্পন্ন বলে ঘোষণা করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। শনিবার সকালে বিধ্বস্ত ওয়েনাড় পরিদর্শনে যান নরেন্দ্র মোদি। প্রথমে আকাশ পথে পরিদর্শন করেন তিনি। পরে পায়ে হেঁটে খানিকটা এলাকা ঘুরে দেখেন তিনি। দেখা করেন আশ্রয় শিবিরে থাকা স্থানীয় গৃহহারা মানুষের সঙ্গে। এরপর প্রশাসনিক আধিকারিকদের থেকে ওয়েনাড়ের পরিস্থিতি, উদ্ধারকাজ, পরিস্থিতির পর্যালোচনা করেন আধিকারিকদের সঙ্গে। তাঁর সঙ্গে ছিলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল আরিফ মহম্মদ খান, কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপি।

তবে গোটা পরিদর্শন ও পর্যালোচনার পরে নরেন্দ্র মোদি শুধুই বললেন, “এই বিপর্যয় স্বাভাবিক নয়। হাজার হাজার পরিবারের স্বপ্ন চুরমার হয়ে গিয়েছে। আমি ঘটনাস্থলের পরিস্থিতি দেখেছি। ত্রাণশিবিরে ক্ষতিগ্রস্থদের সঙ্গে কথা বলেছি যাঁরা এই বিপর্যয়ের সম্মুখিন হয়েছেন। আহতদের সঙ্গে হাসপাতালেও দেখা করেছি।” তবে সবকিছুর শেষে তিনি শুধু ঘোষণা করেন, “আমি আপনাদের নিশ্চিত করতে চাই যে ভারত এবং কেন্দ্রের সরকার আপনাদের জন্য চেষ্টার কোনও ত্রুটি রাখবে না।”

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...