প্রয়াত দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী কে নটবর সিং

গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী কে নটবর সিং (Former Minister of External Affairs of India K Natwar Singh)।গত কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। শনিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৩ বছর।

গান্ধী পরিবারের ঘনিষ্ঠ নটবর আমলার চাকরি ছেড়ে পরে রাজনীতিতে যোগ দেন তিনি। প্রথম ইউপিএ সরকারের (UPA Government) আমলে মনমোহন সিং-এর মন্ত্রিসভায় এক বছরের জন্য বিদেশমন্ত্রকের দায়িত্ব সামলেছিলেন।১৯৩১ সালে রাজস্থানের ভরতপুর জেলায় জন্ম নটবরের। ১৯৫৩ সালে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে (IFS)যোগ দেন তিনি। ১৯৭৩ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ব্রিটেনে ভারতের ডেপুটি হাই কমিশনার হিসাবে নিযুক্ত ছিলেন তিনি। ইরাকের সঙ্গে ‘তেলের বিনিময়ে খাদ্যকাণ্ডে’ নটবর বিপুল অঙ্কের দুর্নীতির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। মনমোহন ছাড়াও রাজীব গান্ধীর মন্ত্রিসভাতেও প্রথমে ইস্পাত, খনি, কয়লা ও কৃষি মন্ত্রকের প্রতিমন্ত্রী এবং পরে বিদেশ প্রতিমন্ত্রী হিসাবে যোগ দেন নটবর। প্রবীণ এই রাজনীতিককে পদ্মবিভূষণে সম্মানিত করেছিল ভারত সরকার। প্রাক্তন বিদেশ মন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে রাজনৈতিক মহল।


Previous articleঅনন্তনাগে এনকাউন্টারে শহিদ দুই সেনা জওয়ান!
Next articleBreakfast news: ব্রেকফাস্ট নিউজ