Friday, July 4, 2025

রবিবারের মধ্যে R G Kar-কাণ্ডের কিনারা না হলে তদন্তভার CBI-কে: সোদপুরে জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রবিবার পর্যন্ত যদি এই ধর্ষণ-খুনের কিনারা কলকাতা পুলিশ করতে না পারে, তাহলে তদন্তভার CBI-কে দিয়ে দেওয়া হবে। সোমবার, আর জি কর হাসপাতালে (R G Kar Medical College Hospital) মৃতা ডাক্তারি পড়ুয়ার বাড়ি থেকে বেরিয়ে এই কথা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চিকিৎসকের মৃত্যুর খবর পাওয়ার পরই ট্রেনি ডাক্তারের মা-বাবার সঙ্গে ফোনে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন সকালে সোদপুরে মৃতার বাড়ি যান তিনি। কী করে হল এই ঘটনা, আমি বুঝতেই পারছি না- বিস্মিত মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তিনি বলেন, ফাস্ট ট্রাক কোর্টে আমরা ফাঁসির দাবি জানাব। মমতার কথায়, “ওর বাবা-মা বলেছেন ভিতরের কেউ আছে। পুলিশকে বলব যত তাড়াতাড়ি সম্ভব দোষীকে গ্রেফতার করতে হবে। যদি রবিবারের মধ্যে কিনারা করতে না পারে, তাহলে আমরা তদন্তভার সিবিআই-কে দিয়ে দেব।“তরুণী চিকিৎসকের মৃত্যুর তদন্তে কড়া পদক্ষেপের কথা আগেই জানিয়েছে রাজ্য সরকার। প্রকৃত দোষীর সর্বোচ্চ শাস্তির কথা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে। শুধু তাই নয়, এই বিষয়ে জুনিয়র চিকিৎসকদের দাবিকেও সমর্থন করেছেন তিনি। এদিন মৃতার সোদপুরের বাড়িতে দিয়ে বাবা-মার সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। বিষ্ময় প্রকাশ করে তিনি বলেন, “ওখানে তো বাকিরাও ছিলেন। ওখানে নার্সরা ছিলেন, সিকিউরিটি ছিল, তার মাঝে কীভাবে এই ঘটনা ঘটল?”

মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করে বলেন “আমি আশা করি, খুব দ্রুত দোষীরা ধরা পড়বে। আমরা সেক্ষেত্রে ফাস্ট ট্র্যাক (Fast Track)কোর্টে বিচারের কথা বলেছি। দোষী সাব্যস্ত হলে তার ফাঁসির চাইব।” তবে, অবস্থান স্পষ্ট করে মমতা জানান, “মেয়েটির বাবাও বলেছে, ভেতরের কেউ আছে। আমি পুলিশকে বলেছি যদি ভেতরের কেউ থাকে, তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। কাউকে ছাড়া হবে না।”

মুখ্যমন্ত্রী জানান, “সেরা পুলিশ অফিসাররা ঘটনার তদন্ত করছে। তবে রবিবারের মধ্যে পুলিশ ঘটনার কিনারা না করতে পারলে পাবলিক স্যাটিসফেকশনের জন্য আমার সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেব।” কলকাতার পুলিশের কর্মদক্ষতা বিশ্বের সেরা বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, সিবিআইয়ের ব্যর্থতার পরিসংখ্যান তুলে ধরেন তিনি। বলেন, “সিবিআইয়ের সাকসেস রেট খুব কম। সিঙ্গুরে তাপসী মালিকের খুনিকে আজও গ্রেফতার করতে পারেনি সিবিআই। নন্দীগ্রামে ১৪ জনের গণহত্যা থেকে রবীন্দ্রনাথের নোবেল কোনও কিছুরই কিনারা করতে পারেনি সিবিআই।”

আর জি করের অধ্যক্ষের পদত্যাগের প্রসঙ্গ তুলে মুধ্যমন্ত্রী জানান, যে অধ্যক্ষ এই ঘটনায় বিচলিত। তিনি পদত্যাগ করেছেন। যদিও আমি বলেছি, তাঁকে অন্য জায়গায় বদলি করা হবে। এমনকী, আর জি করের ঘটনায় এমএসভিপি-সহ অনেক উচ্চপদস্থ আধিকারিককে সরানো হয়েছে বলেও জানান মমতা।






spot_img

Related articles

রুট, স্টোকসকে ফিরিয়ে জবাব মহম্মদ সিরাজের

জসপ্রীত বুমরাহ দ্বিতীয় টেস্টে নেই। ভারতের বোলিং লাইনআপ নিয়ে কার্যত আতঙ্কের কথাই শোনা গিয়েছিল সকলের মুখে। বিশেষ করে...

রেজিস্ট্রেশন সাসপেন্ড করার সিদ্ধান্তের বিরোধিতায় হাই কোর্টের দ্বারস্থ শান্তনু

ভুয়ো বিদেশী ডিগ্রি ব্যবহারে ‘দোষী সাব্যস্ত’ শান্তনু সেনের (Shantanu Sen) রেজিস্ট্রেশন ২ বছরের জন্য সাসপেন্ড করেছে ওয়েস্ট বেঙ্গল...

বৃষ্টিভেজা উইকেন্ডে থ্রিলারের সম্ভারে ‘বরষার বই-তরণী’ কলেজ স্ট্রিটে 

আষাঢ়ের বর্ষণমুখর শুক্রবারে বইপাড়ায় বইমেলার আয়োজন। কলেজ স্ট্রিটের কফি হাউজের তিন তলায় দীপ প্রকাশনের (Deep Prakashan) প্রাঙ্গণে 'থ্রিলার'...

ডার্বিতে হ্যাটট্রিকের নায়ক কিয়ান ফিরলেন মোহনবাগানে

জল্পনাটা বেশ কয়েকদিন ধরেই চলছিল। অপেক্ষাটা ছিল শুধু ঘোষণা হওয়ার। আসন্ন মরসুমে মোহনবাগান সুপারজায়ান্টের (MBSG) জার্সিতেই ফের মাঠে...