Sunday, August 24, 2025

আর জি করে গেট ভাঙল ‘বহিরাগত’রা, স্পষ্ট বাম-রাম আঁতাঁত

Date:

Share post:

পড়ুয়া ডাক্তারদের আন্দোলন রাজনীতির রঙ লেগে কলুসিত মঙ্গলবার। আন্দোলনের মঞ্চে বিশিষ্ট জনেদের প্রবেশ হয়ে সোমবার থেকেই ডাক্তারি পড়ুয়া আন্দোলনকারীদের বার্তার থেকে লাইম লাইটে বেশি এসে পড়েছে সেলিব্রিটিরাই। এবার সরাসরি বাম-বিজেপি আর জি করের সামনে গুণ্ডাগিরিতে জড়ালো। হাসপাতালের বাইরে স্পষ্ট হয়ে যায় রাম-বাম আঁতাঁতও।

আন্দোলন মঞ্চের ফায়দা তুলতে মঙ্গলবার আর জি করে হাজির হন অভিনেত্রী অপর্ণা সেন। সঙ্গে ছিলেন গায়ক পল্লব কীর্তনিয়া, লেখিকা মীরাতুন নাহার। এর আগে রাজ্যের একাধিক ইস্যুতে কখনও সামনে আসতে দেখা যায়নি এই সেলিব্রিটিদের। স্বাভাবিকভাবে তাঁরা আর জি করের মঞ্চ থেকে নিজেদের ফায়দা তুলতে এলে এলাকা থেকে তাঁদের ঘিরে প্রতিবাদের আওয়াজ ওঠে।

অন্যদিকে সন্ধ্যায় হাসপাতালে রীতিমত গুণ্ডাগিরি করতে দেখা যায় বামেদের। হাসপাতালের গেট ভেঙে পুলিশকে রীতিমত ধাক্কা মেরে হাসপাতালের ভিতরে ঢুকে পড়ে বামনেত্রী মীনাক্ষি সহ হামলাকারীরা। হাসপাতালে সংস্কারের কাজকে আটকে দেওয়া হয়। তাঁরা দাবি করে প্রমাণ লোপাটের চেষ্টায় ঘটনাস্থল সেমিনার হলে ভাঙচুর চালানো হচ্ছে দুদিন ধরে। যদিও সংস্কারের কাজ হচ্ছিল তার উল্টোদিকে। পুলিশের সঙ্গে হাতাহাতি করে রবিবার ‘নজির’ রেখেছিল বাম ছাত্র-যুব কর্মীরা। মঙ্গলবার একেবারে গুণ্ডাগিরি চালানোর চেষ্টা করে তারা।

রবিবার থেকেই আর জি করে ঘোলা জলে মাছ ধরতে নেমেছিল বামেরা ও বিজেপি। মঙ্গলবারও তার ব্যতিক্রম হয়নি। হাসপাতালের বাইরে যখন বামেরা বিক্ষোভ দেখাতে আসে, তখনই দেখা যায় বিজেপিকেও। পুলিশের সঙ্গে বিবাদে জড়াতে দেখা যায় বিজেপি কর্মীদেরও, ঠিক যেভাবে বামেরা হাসপাতালে পুলিশের উপর হামলা চালায়। এমনকি দুইদলের কর্মীদের দাবিতেও তদন্ত বা পুলিশের তথ্যপ্রমাণ জোগাড়ে কোনও সাহায্য করার বদলে শুধুই রাজনীতি করতে দেখা যায় রাম-বামকে।

spot_img

Related articles

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...

এশিয়া কাপের জন্যই দলীপের নেতৃত্বের প্রস্তাব ফিরিয়েছিলেন শ্রেয়স!

কয়েকদিন আগেই এশিয়া কাপের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নির্বাচকরা। কিন্তু সেই দলেই সুযোগ পাননি শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)।...