Monday, November 3, 2025

গাজায় অনাথ ১৯ হাজার শিশু! তালিকায় নতুন তিনমাসের আবু হাইয়া

Date:

Share post:

নিজের দেশের ইতিহাস পড়তে গিয়ে ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ যারা ইতিহাসের পাতায় পড়বে তাদের অনেকেই নিজেদের জীবনে এই যুদ্ধের সাক্ষ্য বহন করছে। রাষ্ট্রসংঘের হিসাবে প্রায় ১৭ হাজার শিশু এই যুদ্ধে অনাথ হয়েছে। তারপরেও বন্ধ হয়নি বোমার বর্ষণ। থামেনি সন্তানের পিতৃ-মাতৃহারা হওয়া বা বাবা-মায়ের কোল থেকে সন্তানের চলে যাওয়া। তালিকায় নতুন সংযোজন তিন মাসের রীম আবু হাইয়া।

গাজার খান ইউনুস এলাকায় আগে থেকে ঘোষণা করে এয়ার স্ট্রাইক করে ইজরায়েল। আগে থেকে ঘোষণা করে এলাকা খালি করতে বলা হয়। তারপরে আকাশ থেকে বোমাবর্ষণ হলে মৃত্যু হয় দশজনের। বাবা-মাকে হারায় পাঁচ মাসের রীম আবু হাইয়া। সেই সঙ্গে তার তিন ভাই-বোনও মারা যায়, যাদের বয়স ছিল পাঁচ থেকে বারো বছরের মধ্যে। বোমাবাজির শেষে নিঃসঙ্গ আবু হাইয়াকে উদ্ধার করা হয়।

প্রায় দশমাস ধরে ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধে সবথেকে বড় ক্ষতির মুখে গাজার শিশুরা, একথা বারবার বলেছে রাষ্ট্রসঙ্ঘ। এপ্রিল মাসের রিপোর্ট অনুযায়ী গাজায় অনাথ হয়েছে প্রায় ১৯ হাজার শিশু। প্রতিদিন সেই সংখ্যাটা বাড়ছে। শিশুদের পাশাপাশি পরিবারহারা হয়েছেন বহু মহিলা। পুরুষশূন্য পরিবারের সাক্ষী থেকে গিয়েছেন প্রায় দশ হাজার। তার মধ্যে প্রায় ৬ হাজার মা। আবার সন্তানহারা হয়েছেন বহু বাবা-মা।

মঙ্গলবারের হামলায় একদিকে খান ইউনুস এলাকার আবু হাইয়া যেমন নিজের গোটা পরিবারকে হারিয়েছে, তেমনই সন্তান সহ গোটা পরিবার হারিয়েছেন মহম্মদ আবুয়েল কোমাসান। আবু হাইয়ার থেকে মাত্র কিলোমিটার দশেক ব্যবধানে আবুয়েল স্ত্রীয়ের সঙ্গে হারিয়েছেন দুই জমজ সন্তানকে, যাদের বয়স ছিল মাত্র চারদিন।

spot_img

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...