Sunday, August 24, 2025

আগামিকাল প্রয়াত বুদ্ধদেবের স্মরণসভা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর লেখা বই দ্রুত ছাপছে CPIM-এর প্রকাশনা সংস্থা

Date:

Share post:

আর জি কর-কাণ্ডের প্রেক্ষিতে রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন স্থগিত করে দিলেও বৃহস্পতিবার প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Budhadev Bhattacharya) স্মরণসভা অনুষ্ঠান করছেন সিআইপিএম (CPIM)। নেতাজি ইনডোর স্টেডিয়ামে দুপুর আড়াইটেয় এই অনুষ্ঠানে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর লেখা বইয়ে চাহিদা থাকবে বলে অনুমান আলিমুদ্দিনের। এই কারণে দ্রুত তাঁর লেখা বই ছাপল সিপিএমের প্রকাশনা সংস্থা। বুধবার, সংস্থার কর্ণধার অনিরুদ্ধ চক্রবর্তী জানান, চাহিদা থাকবে ধরে নিয়েই তিনটি বই বিশেষ ভাবে ছাপা হয়েছে। সেগুলি হল- ‘স্বর্গের নীচে মহাবিশৃঙ্খলা’, ‘নাৎসি জার্মানির জন্ম ও মৃত্যু’ এবং ‘পুড়ে যায় জীবন নশ্বর’।‘এই আমি মায়াকভস্কি’ও ছাপতে দেওয়া হয়েছিল বলে প্রকাশনা সংস্থা সূত্রে খবর। কিন্তু বুধবার বিকাল পর্যন্ত তা ছেপে আসেনি। তবে, সেটিও যুদ্ধকালীন তৎপরতায় ছাপানোর কাজ চলছে। বৃহস্পতিবার নেতাজি ইনডোরে বুদ্ধদেবের লেখা বইগুলির একটি স্টলও থাকবে।

৮ অগাস্ট সকালে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে প্রয়াত হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা বুদ্ধদেব (Budhadev Bhattacharya)। তাঁর দেহ রাখা হয় ‘পিস ওয়ার্ল্ডে’। ৯ অগাস্ট প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ বিধানসভা, আলিমুদ্দিন হয় মিছিল করে দেহদান করা হয় নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে। শেষযাত্রায় ভিড়ের প্রেক্ষিতে আলিমুদ্দিনের আশা বৃহস্পতিবার যথেষ্ট জমায়েত হবে। দলের বাইরের অংশের অনেক মানুষও বুদ্ধদেবের স্মরণসভায় যোগ দিতে পারেন বলে মনে করছে সিপিআইএম। সেখানে বুদ্ধদেবের লেখা বইয়ের চাহিদা থাকবে বলেও মনে করছে প্রকাশনা সংস্থা।






spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...