আজ থেকেই আর জি কর হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী

সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অনুযায়ী কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে (RG Kar Medical College and Hospital) নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর। বৃহস্পতিবার থেকেই দায়িত্ব নিয়েছে সিআইএসএফ (CISF)। সূত্র মারফত জানা যাচ্ছে আপাতত দু কোম্পানি বাহিনী থাকবে যারা হাসপাতালের বাইরের নিরাপত্তার দিকে নজর দেবেন।


বুধবার হাসপাতালে গিয়ে সব বিভাগ ঘুরে দেখে কোথায় কীভাবে বাহিনী মোতায়েন হবে তা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন সিআইএসএফ কর্তা। সকালে হাসপাতালে যান ডিআইজি কে প্রতাপ সিং। সেখান থেকে লালবাজারে সঙ্গে কথা বলে রাতে ফের হাসপাতালে যান। আপাতত আর জি করে থাকবেন এক সুপারিন্টেন্ডেন্ট-সহ প্রায় ১৫০ জওয়ান। আছেন মহিলা জওয়ান। ২৪ ঘণ্টার জন্য প্রস্তুত থাকছে কুইক রেসপন্স টিম। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকেই দায়িত্বভার গ্রহণ করেছেন তাঁরা।