বিচারের দাবিতে আজ আর্টিস্ট ফোরামের জমায়েত, কটাক্ষ ভুলে সামিল দেব-ঋতুপর্ণাও

আর জি কর কাণ্ডে (RG Kar Medical College and Hospital)বিচারের দাবিতে এবার পথে নামছে আর্টিস্ট ফোরাম। এর আগে সিনে পাড়ার অভিনেতারা প্রতিবাদ মিছিলে মোমবাতি হাতে সামিল হয়েছিলেন। তাঁদের স্লোগান ছিল #JusticeForRGKar। সেই মিছিলে টলিপাড়ার কলাকুশলীদের দেখা গেছিল। এবার চিকিৎসক খুনের বিচারের দাবিতে কিশোর কুমারের মূর্তির সামনে জমায়েত বাংলা বিনোদন জগতের অফিসিয়াল সংগঠন ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচারস আর্টিস্ট ফোরামের। যোগ দেবেন ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব-সহ স্টুডিও পাড়ার সব তারকারাই। তবে কর্মসূত্রে কলকাতার বাইরে থাকায় প্রতিবাদী জমায়েতে নেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee),শাশ্বত চট্টোপাধ্যায়রা।

টলিউডের ‘প্রধান’ অভিনেতা দেব (Dev)দিন দুয়েক আগে বিদেশ থেকে শরীরচর্চার ছবি পোস্ট করে নেটপাড়ার কটু কথার শিকার হন । শহরে ফিরেই বাবার অসুস্থতার মাঝে এবার পথে নামছেন সাংসদ অভিনেতা। সম্ভবত থাকছেন রুক্মিণী মৈত্রও। কলকাতার বাইরে থাকায় ১৪ আগস্ট নারীদের রাত দখলে পথে নেমে প্রতিবাদে অংশ নিতে পারেননি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে নিজের মতো করে শঙ্খ বাজিয়ে সোচ্চার হয়েছিলেন আর জি কর নির্যাতিতার বিচার চেয়ে। এরপরই শুরু হয় ট্রোলিং। কিছুটা বিরক্ত হয়েই সেই পোস্ট মুছে দেন টলিউডের ‘বেগমজান’। কিন্তু আর জি কর হাসপাতালে (তরুণী ডাক্তারের ধর্ষণ-খুনের ঘটনায় তাঁর মনের ক্ষত এখনও দগদগে। তাই কে কী বলছেন সেইসব কিছুকে পাত্তা না দিয়ে আজ রাজপথে ঋতুপর্ণাও। যদিও জিতের উপস্থিতি নিয়ে সংশয় রয়েছে।


Previous articleকয়লা মামলায় প্রথমবার সংস্থা ও এমডি-কে সুপ্রিম ক্লিনচিট, সিবিআই তদন্তকে ভর্ৎসনা
Next articleইনস্টাগ্রামের বন্ধুকে বিশ্বাস, গাড়িতে তুলে ধর্ষণ তরুণীকে