৫০০ টাকা ধার চাইলেন প্রধান বিচারপতি! ভাইরাল পোস্ট আসলে ভুয়ো

অনেকেই মনে করেছিলেন, বাড়ি থেকে বের হওয়ার সময় হয়তো সত্যিই টাকা নিতে ভুলে গিয়েছেন প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ধার চাইছেন মাত্র ৫০০ টাকা! বিপদে পড়ে একপ্রকার বাধ্য হয়েই সোশ্যাল মিডিয়ায় হাত পাততে হয়েছে তাকে।নিশ্চয়ই ভাবছেন সত্যিটা কী? এক্স হ্যান্ডেলে প্রধান বিচারপতির নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছিল, হ্যালো, আমি সিজেআই।কলেজিয়ামে আমাদের একটি জরুরি বৈঠক আছে। কিন্তু কনটপ্লেসে আটকে গেছি। কেউ কি ক্যাবের জন্য ৫০০ টাকা দেবেন? কোর্টে পৌঁছেই ফেরৎ দিয়ে দেব।

অনেকেই মনে করেছিলেন, বাড়ি থেকে বের হওয়ার সময় হয়তো সত্যিই টাকা নিতে ভুলে গিয়েছেন প্রধান বিচারপতি। তাই নিরুপায় হয়ে সাহায্য চেয়েছেন। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই পোস্ট।দেশের শীর্ষ আদালতের নজরেও আসে ওই পোস্ট। তারপরেই জানা যায় বিষয়টি ভুয়ো। কেউ প্রতারণার জন্য এই কাজ করেছে। এরপরেই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দিল্লি পুলিশের সাইবার ক্রাইম থানায় মামলা দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে প্রধান বিচারপতির নামে ওই ভুয়ো অ্যাকাউন্ট খুলেছিল এক প্রতারক। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। সূত্রের খবর, কৈলাশ মেঘওয়াল নামে একজনের কাছ থেকে টাকা চাওয়া হয়েছিল।

 

Previous articleদোষী হলে সন্দীপ গ্রেফতার নয় কেন? ব্যর্থতার খতিয়ান তুলে CBI-কে নিশানা অভিষেকের
Next articleউচ্চ প্রাথমিকে ১৪ হাজার ৫২ পদে নিয়োগের নির্দেশ হাইকোর্টের, চার সপ্তাহে মেধাতালিকা