Thursday, November 13, 2025

‘ফ্লপ’ বনধে বিজেপির দোসর শুধু রেল, স্বাভাবিক কর্মজীবন

Date:

Share post:

ন্যায় বিচারের দাবিকে নিছক রাজনীতির চাল হিসাবে প্রয়োগ করা বিজেপির আসল চেহারাটা মঙ্গলবার নবান্ন (Nabanna) অভিযানেই সামনে চলে এসেছিল। তাই বুধবার ঘটা করে বনধ ডাকলেও রাজ্যের মানুষ কর্মনাশা বনধের পরিকল্পনা ব্যর্থ করেছে। একমাত্র কেন্দ্র সরকারের অধীন রেলপথ বিভিন্ন জায়গায় আটকানোর চেষ্টা করলেও দিনের শেষে রেল চলাচলও স্বাভাবিক হয়ে যায়।

বুধবার রাজ্যের শিল্পাঞ্চলে (industrial belt) উপস্থিতি ছিল ৮৪ থেকে ৮৬ শতাংশ। চা বাগানে (tea garden) উপস্থিতি ছিল ৮২-৮৩ শতাংশ। আইটি সেক্টরে (IT sector) ১০০ শতাংশ। রাজ্য সরকারের তরফে মঙ্গলবারই ঘোষণা করা হয়েছিল কর্মনাশা বনধে রাজ্য সরকারের কোনও সমর্থন নেই। ফলে নবান্নে (Nabanna) উপস্থিতি ছিল ৯০ শতাংশ। রাজ্যে সব সরকারি দফতরগুলি মিলিয়ে উপস্থিতি ছিল ৯৪.৮৫ শতাংশ। পরিবহনও ছিল স্বাভাবিক।

শুধুমাত্র রেল পরিবহনে সকালের দিকে কিছু জায়গায় বাধা পড়ে। বিভিন্ন জেলায় দেখা যায় বিজেপি কর্মীরা লোকাল ট্রেনে করে এসে বিভিন্ন স্টেশনে অবরোধ করেন। এমনকি অবরোধ তুলতে কোথাও আরপিএফেরও দেখা পাওয়া যায়নি। কার্যত বিজেপির বাংলা বনধে স্বতঃপ্রণোদিতভাবে সাহায্যে নেমে পড়ে রেল। তৃণমূলের পক্ষ থেকে রেলের ভূমিকার সমালোচনা করা হয়। তৃণমূল নেতা কুণাল ঘোষ দাবি করেন, “সারা বাংলা সচল ছিল। সকালের দিকে কিছু জায়গায় একটু কম লোক দেখা গিয়েছে। কারণ গতকালের গুণ্ডামিতে মানুষ কিছু ভয় পেয়েছে। কিছু দোকান একটু দেরিতে খুলেছে। কারণ ট্রেন লাইনটা রেল কর্তৃপক্ষ (Indian Railway) আর বিজেপি গটআপ করে দেরি করিয়েছিল।”

বুধবারও বনধকে ঘিরে কয়েকটি জায়গায় অশান্তি তৈরির চেষ্টা করে বিজেপি। তাতেই আরও স্পষ্ট হয়ে গিয়েছে আর জি করের ন্যায় বিচার নয়, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা তোলা উদ্দেশ্য বিজেপির, দাবি তৃণমূলের। কুণাল বলেন, “আর জি করের ন্যায় বিচার আমরাও চাই। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও চান, দলও চায়। গ্রেফতারটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ করেছে। সিবিআই এখনও কিছু করতে পারেনি। তারা নবান্ন অভিযান বলে গণ্ডগোল করেছে। তদন্তে দেরি থেকে নজর ঘোরাতে। তদন্তের দেরি করা হচ্ছে রাজনৈতিক অস্থিরতা তৈরির জন্য।”

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...