Sunday, August 24, 2025

বুলডোজারে সুপ্রিম ধাক্কা, যোগীর মুখে ঝামা ঘসে নির্দেশিকা তৈরি শুরু

Date:

Share post:

যোগী রাজ্যে বিজেপি সরকারের অন্যতম হাতিয়ার বুলডোজারে। বাড়ি হোক বা গোটা বস্তি, বারবার গুঁড়িয়ে গিয়েছে। এ নিয়ে বরাবর কেন্দ্রকে নিশানা করেছে সব বিরোধী রাজনৈতিক দল। এবার বিরোধীদের মতে কার্যত সিলমোহর দিল সুপ্রিম কোর্ট। উত্তরপ্রদেশকে কড়া ভর্ৎসনা করে দেশের শীর্ষ আদালতের নির্দেশ, কেউ অভিযুক্ত হলেই তার বাড়ি গুঁড়িয়ে দেওয়া যায় না। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ সেপ্টেম্বর। গোটা দেশে এই নিয়ে নিয়ম জারি করা জন্য আদালতের পক্ষ থেকে চাওয়া হয়েছে পরামর্শও।

কেন্দ্রের ‘বুলডোজার নীতি’ নিয়ে সুপ্রিম কোর্টের কাছে নির্দেশিকার আবেদন জানিয়ে মামলা করেছিলেন আইনজীবী দুষ্মন্ত দাভে। উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছিল কয়েকটি ঘটনা। এর মধ্যে ছিল রাজস্থানের উদয়পুরের এক পড়ুয়া তার সহপাঠীর ওপরে ছুরি চালিয়েছিল বলে ওই পড়ুয়ার বাবার বাড়ি গুঁড়িয়ে দেওয়া, দিল্লির জাহাঙ্গিরপুরীতে এক বাড়ির ছেলে ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েছিল বলে তার বাড়ি ভেঙে ফেলার ঘটনা।

সোমবার বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি কেভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চের প্রশ্ন, কেউ ফৌজদারি মামলায় অভিযুক্ত হলে তাঁর বাড়ি ভেঙে ফেলা হবে কোন যুক্তিতে? যদি তিনি দোষী প্রমাণিতও হন তাহলেও তাঁর বাড়ি ভাঙা যায় না। এরপরে বিচারপতি গাভাই বলেন, অভিযুক্ত বা দোষী হলেই যদি বাড়ি ভাঙা না হয় তাহলে দেশ জুড়ে নির্দেশিকা দেওয়া হচ্ছে। বেঞ্চের নির্দেশ, অবৈধ নির্মাণ হলেই তা ভাঙা যেতে পারে তবে তার আগে পুরসভাকে নোটিস জারি করে করতে হবে। জবাব দেওয়ার জন্য নির্দিষ্ট সময় দিতে হবে। খোলা থাকবে আইনি সমাধানের রাস্তাও। এসবে কাজ না হলে ভাঙা যেতে পারে অবৈধ নির্মাণ।

এই মামলায় হলফনামা দিয়ে কেন্দ্রের সলিসেটর জেনারেল তুষার মেহতা আদালতে বলেন, কোনও ব্যক্তি অভিযুক্ত বা দোষী সাব্যস্ত হলেই তাঁর বাড়ি ধ্বংস করা হয় না। সম্পত্তি অবৈধ হলেই তা ভাঙা যেতে পারে। তিনি বলেন, আদালতের সামনে বিষয়টি ভুল ব্যাখ্যা করা হয়েছে। যদিও বুলডোজারে কোনওভাবেই সম্মতি দেয়নি সর্বোচ্চ আদালত।

spot_img

Related articles

ধূমকেতুর প্রশংসায় পঞ্চমুখ: পরিচালক কৌশিকের মুনশিয়ানা সৃজিতের মুখে

একের পর এক যেভাবে বাংলা চলচ্চিত্রের সব রেকর্ড ভেঙে দিয়ে এগিয়ে চলেছে 'ধূমকেতু', তাতে একটা সাস্কেস পার্টি তো...

বিচ্ছেদের ইতি! গণেশ চতুর্থীতে সস্ত্রীক দেখা দিতে পারেন গোবিন্দা

গোবিন্দা এবং সুনীতা আহুজার (Govinda & Sunita Ahuja)বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। শুক্রবার জানা গিয়েছিল, সুনীতা নাকি বান্দ্রা আদালতে...

যা চাই তাই দেয়, টাকা পেলে দুর্বল স্বামী হতে আপত্তি নেই যিশুর!

বলিউডে ফের 'ট্রায়াল' দিতে তৈরি অভিনেতা যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta)। তাঁর বিচরণ এখন আর শুধু টলিপাড়ায় আটকে...

লুটের অস্ত্রে ছিনতাই, ডাকাতি! ভোটের আগে বাংলাদেশে অরাজকতা ঠেকাতে ব্যর্থ

এক বছর আগে সরকারের পালা বদলের সময়ে গোটা বাংলাদেশ জুড়ে ন্যায়ের শাসক কার্যত উড়ে গিয়েছিল। সেই সুযোগে চট্টগ্রামের...