Sunday, August 24, 2025

২১ ঘণ্টা পরে খুলল ‘লৌহ কপাট’, ডাক্তারদের লালবাজারের পথে মিছিলের অনুমতি

Date:

Share post:

ধৈর্যের পরীক্ষার জয় জুনিয়র ডাক্তারদের। লালবাজারে স্মারকলিপি দিতে যাওয়া জুনিয়র ডাক্তারদের জন্য ব্যারিকেড খুলে দিল কলকাতা পুলিশ। দফায় দফায় আলোচনা, সুরাহা না মেলা, ডাক্তারদের রাতভর অবস্থান বিক্ষোভ, শান্তিপূর্ণ অবস্থানে রাত কাটানো। সব শেষে মঙ্গলবার দ্বিতীয় দফার আলোচনার পরে কলকাতা পুলিশের তরফে সিদ্ধান্ত নেওয়া হল ‘লৌহ কপাট’ খোলার। ডাক্তারদের অনুমতি দেওয়া হল লালবাজার পর্যন্ত মিছিল করে এগোনোর।

সোমবার লালবাজার অভিযানের ডাক দিয়ে কলেজ স্কোয়্যার থেকে রওনা দেয় আর জি করের জুনিয়র ডাক্তাররা। কিন্তু ফিয়ার্স লেনে তাঁদের আটকে দেয় কলকাতা পুলিশ। দুই ধাপের ব্যারিকেডের বাইরেই অবস্থানে বসেন আন্দোলনরত চিকিৎসকরা। এরপর ডিসি সেন্ট্রাল থেকে ডিসি ট্রাফিক, বারবার চিকিৎসকদের সঙ্গে কথা বলতে আসেন। কিন্তু চিকিৎসকরা তাঁদের দাবিতে অনড় থাকেন। কার্যত চিকিৎসক সমাজকে অবিশ্বাসের চোখে দেখে ব্যারিকেড দিয়ে আটকানোর বিষয়টি সহজভাবে নিতে পারেননি আন্দোলনকারীরা।

অন্য়দিকে নিরাপত্তার প্রশ্ন অচল ছিল কলকাতা পুলিশ। আন্দোলনকারীদের দাবি মেনে কলকাতা পুলিশ কমিশনারও রাতে বা সকাল পর্যন্ত দেখা করতে যাননি জুনিয়র ডাক্তারদের সঙ্গে। তাই দফায় দফায় আলোচনা করতে গেলেও বরফ গলেনি। শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তারদের চাপের কাছে নরম হয় কলকাতা পুলিশ। মঙ্গলবার দুপুরে ফের ডিসি ট্রাফিকের সঙ্গে একপ্রস্থ আলোচনা হয় আন্দোলনরত ডাক্তারদের। তাঁরা প্রতিশ্রুতি দেন কোনও ধরনের অশান্তির ঘটনা ঘটবে না। শান্তিপূর্ণভাবে ব্যারিকেড পেরিয়ে আরও একশো মিটার এগোবেন তাঁরা। সেখান থেকে ২২ জনের প্রতিনিধিদল লালবাজারে স্মারকলিপি দেবেন তাঁরা।

এই সিদ্ধান্তের পরই দেখা যায় একাধিক তালা খোলার প্রক্রিয়া শুরু করে কলকাতা পুলিশ। অন্যদিকে বৃষ্টির মধ্যে কখনও ‘কারার ওই লৌহ কপাট’, কখনও ‘উই স্যাল ওভারকাম’ গান গেয়ে নয় ফুট উঁচু ব্যারিকেড সরার অপেক্ষা করেন জুনিয়র ডাক্তাররা। তবে ব্যারিকেড সরলেও কড়া পাহারায় ডাক্তারদের ঢোকার প্রস্তুতি নেয় কলকাতা পুলিশ।

spot_img

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...