Saturday, August 23, 2025

ক্ষুব্ধ উত্তরবঙ্গের ডাক্তাররা, রাজনৈতিক মেরুকরণ নিয়ে সতর্কতা তৃণমূলের

Date:

Share post:

আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ডাক্তারদের আচরণ নিয়ে ইতিমধ্যে গোটা রাজ্যের ডাক্তাররা ক্ষোভ প্রকাশ করেছেন। রাজ্যের যে সব হাসপাতালে সেই ডাক্তারদের যুক্ত ছিলেন. সেখানে অভিযোগ উঠেছে বেনিয়মের। এবার সন্দীপ ঘনিষ্ঠ অভিক দে-র বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগে উত্তাল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ। বিক্ষোভ দেখান পড়ুয়া ডাক্তার সহ অধ্যাপকরাও। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব ডাক্তারদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেন। সেই সঙ্গে তৃণমূলের দাবি, ক্ষোভ থাকলে তা প্রকাশ হতে পারে। তবে সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে যেন রাজনৈতিক মেরুকরণের দিকে সেই ক্ষোভকে না নিয়ে যাওয়া হয়, তা নিয়েও সতর্ক করেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ।

উত্তরবঙ্গে মেডিক্যাল কলেজের ডাক্তারদের অভিযোগ, তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি প্রাণনাশের হুমকিও পেয়েছেন তাঁরা। আর জি করের ঘটনার প্রতিবাদে কর্মবিরতিতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের পড়ুয়ারাও। সেখানেই পাঠানো হয়েছে রাজ্যের ডাক্তারদের অভিযোগের তালিকায় থাকা ডাক্তার অভিক দে-কে। উত্তরবঙ্গের ডাক্তাররা এর প্রতিবাদও জানান। তার পরিবর্তেই তাঁদের আন্দোলন তুলে নেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি এক অধ্যাপকও হুমকির মুখে।

বুধবার হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠক আয়োজন করা হয় ডাক্তারদের অভিযোগ সম্পর্কে শুনতে। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের চেয়ারম্যান তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব। তাঁর সামনে যাবতীয় অভিযোগ তুলে ধরেন ডাক্তাররা। দীর্ঘক্ষণ সেই সব বিষয়ে আলোচনাও হয়। তারপরেই ডাক্তাররা অভিযোগপত্র জমা দেন অধ্যক্ষের হাতে। যে অভিযোগপত্রে এক ডাক্তার ও এক অধ্যাপকেরও নাম রয়েছে।

উত্তরবঙ্গ মেডিক্যালে ডাক্তারদের অভিযোগ থাকলে তাঁরা তা জানাতেই পারেন বলে কুণাল ঘোষের মন্তব্য, “যদি কেউ কোনও খারাপ কাজ করে থাকে, সেটা যদি সাধারণ ছাত্রছাত্রীদের মনে আঘাতের কারণ হয়ে থাকে, তাঁরা বিক্ষোভ দেখাবেন। তাঁরা যে দলের হোক, যে রঙের হোক। যদি কারো আচরণে বাকিদের মনে কোনও দুঃখ হয়ে থাকে, সে অভিযোগ জানাবেন।” সেক্ষেত্রে রাজনৈতির মেরুকরণ নিয়ে সতর্ক করে তিনি দাবি করেন, “তবে দেখে নিতে হবে এটা কোনও রাজনৈতিক মেরুকরণ না হয়। এখন যেহেতু কিছু বিতর্ক চলছে সেই স্রোতে গা ভাসিয়ে দিয়ে রাজনীতি যেন না হয়।”

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...