Saturday, August 23, 2025

মাথাভাঙায় আন্দোলনে দুষ্কৃতী হামলা, তীব্র নিন্দা কুণালের

Date:

Share post:

আর জি কর কাণ্ডের প্রতিবাদে বুধবারও রাত দখলের ডাক দেওয়া হয়েছিল। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলায় এই কর্মসূচি পালিত হচ্ছে। কিন্তু বিতর্ক ছড়ালো কোচবিহারের (Cochbehar) মাথাভাঙায়। অভিযোগ, কর্মসূচি চলাকালীন দুষ্কৃতী হামলা হয়। রাস্তায় রং দিয়ে লেখা ‘জাস্টিস ফর আর জি কর’ মোছা হয়েছে। এক আন্দোলনকারীকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। ঘটনার তীব্র নিন্দায় করেছেন তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। যথাযথ পুলিশি তদন্তের দাবি জানিয়েছেন তিনি।অভিযোগ, মাথাভাঙার রাস্তায় আঁকা একটি ছবিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এক আন্দোলনকারীকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। আন্দোলনকারী মকসেদুল ইসলাম বলেন, “আঁকা,নাচ, গানের মাধ্যমে আর জি কর কাণ্ডের প্রতিবাদ জানানো হচ্ছিল। সেই সময় অতর্কিতে বেশ কয়েকজন দুষ্কৃতী হামলা চালায়।”

ঘটনার পরেই নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। পর পর পোস্ট করেন তিনি। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি লেখেন,
“কোচবিহারের মাথাভাঙার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা করছে তৃণমূল কংগ্রেস।
যারা করেছে, পুলিশ ব্যবস্থা নিক।
প্ররোচনায় কেউ পা দেবেন না।
মা বোনেদের প্রতিবাদ আমরাও সমর্থন করছি।
গোলমাল করে বাংলাকে অশান্ত করতে চায় বহু অপশক্তি। সতর্ক থাকুন।
দলের কেউ এসবে জড়ালে ছাড় পাবে না।”

আরেকটি পোস্টে দেখা যায় তৃণমূলের কর্মী সমর্থকদের প্রতি কুণালের বার্তা,
“তৃণমূল কংগ্রেসের সহকর্মীদের প্রতি-
যেখানে যাঁরা প্রতিবাদ কর্মসূচি করছেন, সব চলুক। নাগরিকদের দরকারে সাহায্য করুন। কোথাও বিরোধীরা প্ররোচনা দিলেও তাতে পা দেবেন না। গোলমালে জড়াবেন না। বাংলাকে অশান্ত করতে অশুভ শক্তির চক্রান্ত চলছে। ধৈর্য রাখুন। সাধারণ নাগরিকদের আবেগকে সম্মান দিন।”


ঘটনার সম্পর্কে কোচবিহারের পুলিশের তরফ থেকে জানানো হয়েছে একটি চিত্র ঘিরে সমস্যা দেখা দিয়েছিল বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।


spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...