দলে দুই ডিফেন্ডার ইউস্তে ও আনোয়ার, ডিফেন্স নিয়ে কী বললেন কুয়াদ্রাত?

আগের মরশুমে দুই ডিফেন্ডার হেক্টর ইউস্তে ও আনোয়ার আলি ছিলেন মোহনবাগান সুপার জায়েন্টে ।

আইএসএল শুরু হতে খুব বেশি সময় বাকি নেই। ডুরান্ড কাপে দলের ব্যর্থতা কাটিয়ে উঠিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্টবেঙ্গল এফসি। লক্ষ্য আইএসএল-এ প্লে অফে পৌঁছানো। ডুরান্ডে দলের ডিফেন্স বেশ ভুগিয়েছিল কোচ কার্লোস কুয়াদ্রাতকে । এবার সেই সমস্যা মিটাতে দুই ডিফেন্ডার হেক্টর ইউস্তে ও আনোয়ার আলিকে সই করিয়েছে লাল-হলুদ। দলে এই ডিফেন্ডার আসায় দল শক্তিশালি হয়েছে বলে জানান ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত।

আগের মরশুমে দুই ডিফেন্ডার হেক্টর ইউস্তে ও আনোয়ার আলি  ছিলেন মোহনবাগান সুপার জায়েন্টে । এবার শিবির পরিবর্তন করে ইস্টবেঙ্গলে দুই তারকা। প্রত্যাশ্য অনেক। তবে আশাবাদী ইয়ুস্তে। ফর্ম আগের মতোই থাকবে বলেই মনে করেন ইয়ুস্তে। বুধবার স্প্যানিশ ডিফেন্ডার বলেন, ‘ আমি পেশাদার ফুটবলার। মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর নতুন দলে আসতেই হত। ইস্টবেঙ্গল আমাকে প্রস্তাব করেছে আমি এই ক্লাবে আসতে পেরে খুশি। প্রচুর মানুষ এই ক্লাবের ফ্যান। আমি এই শহরে ফিরে এসেছি কারণ কলকাতা আমার আর আমার স্ত্রীর কাছে খুব প্রিয়।’

আনোয়ারের সঙ্গে জুটি নিয়েও মুখ খুলেছেন হেক্টর। আনোয়ারকে নিয়ে চিন্তিত ছিলেন তিনি। বলেন, ‘আমি স্পেনে ছিলাম। সেখানেই দেখেছি ব্যাপারটা। আমার মতে, আনোয়ার আইএসএল-এর সেরা ডিফেন্ডার। আমরা খুব ভাগ্যবান ওকে দলে পেয়ে। আমি খুশি যে ও আমার সঙ্গে খেলবে। আনোয়ার দুর্দান্ত ফুটবলার।’

আরও পড়ুন- শুরুতেই জোড়া অ্যাওয়ে ম্যাচ, চিন্তিত নন কুয়াদ্রাত, দল নিয়ে আত্মবিশ্বাসী লাল-হলুদ কোচ

Previous articleGold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে
Next articleঅসুস্থ পুলিশকে ফেরালো বেসরকারি হাসপাতাল, ‘অমানবিক’ চিকিৎসকদের পাশে স্যোশাল মিডিয়া!