রাজ্যের গ্রামীণ এলাকার বাসিন্দাদের সুবিধার্থে রাজ্য সরকার তাঁদের পরিষেবা সংক্রান্ত অভাব অভিযোগ সরাসরি শীর্ষ স্তরের কাছে জানানোর সুযোগ করে দিচ্ছে। এজন্য একটি টোল ফ্রি নম্বর চালু করছে রাজ্যের পঞ্চায়েত দফতর।

পুজোর পরই পঞ্চায়েত সংক্রান্ত যেকোনও সমস্যা জানাতে ওই টোল ফ্রি নম্বর নম্বর চালু হয়ে যাবে বলে ওই দফতর সূত্রে জন্য গেছে। এজন্য একটি বিশেষ কন্ট্রোল রুমও চালু করা হবে পঞ্চায়েত দফতরের সদর মৃত্তিকায় এই টোল ফ্রি নম্বর চালু করতে ইতিমধ্যেই প্রয়োজনীয় কাজ শুরু হয়ে গিয়েছে। নম্বর জানানো হবে পুজোর পরই।

আরও পড়ুন- “প্রতিবাদ না করলে মানসিক হেনস্থা আবার করলে অপমান…” এবার ঋতুপর্ণার পাশে দাঁড়ালেন শতাব্দী
