Friday, January 2, 2026

মণিপুরে নতুন করে কুকি-মেইতি সংঘর্ষ, মৃত ৬! হিমসিম পুলিশ

Date:

Share post:

বিদেশ সফরে ব্যস্ত মোদি। বিরোধীদের বারবার দাবির পরেও তিনবারের প্রধানমন্ত্রীর নজর পড়েনি মণিপুরের দিকে। ফের আগুন জ্বলল সেই মণিপুরে। কুকি-মেইতি সংঘর্ষে মৃত্যু হল অন্তত ছয় স্থানীয় মানুষের। দুপক্ষের মাঝে পড়ে কার্যত হিমসিম খায় মণিপুর পুলিশ ও কেন্দ্রের যৌথ বাহিনী। এলাকায় গিয়ে হামলার মুখে পড়ে কোনওমতে প্রাণ বাঁচায় তাঁরা। এলাকায় জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে বলে জানায় পুলিশ।

জিরিবাম জেলায় নতুন করে আগুন ছড়িয়েছে শুক্রবার। রাতের অন্ধকারে একটি বাড়িতে কুকি সম্প্রদায়ের রকেট হামলায় এক বৃদ্ধের প্রাণ যায়। তারপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামলাতে বিষ্ণুপুর থানার পুলিশের বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে তাঁরাও আক্রান্ত হয়। ইতিমধ্যেই কুকি ও মেইতি দুপক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়ে যায়। সেখানেই নিরুপায় হয় আটকে পড়ে পুলিশ। পরে কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

পরে সাংবাদিক বৈঠক করে মণিপুর পুলিশ দাবি করে চূড়াচাঁদপুর জেলায় জঙ্গিদের তিনটি বাঙ্কার দখল করে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। উদ্ধার হয় অস্ত্র। সেই সঙ্গে জারি রয়েছে জঙ্গিদের অনুসন্ধানে পুলিশের চিরুনি তল্লাশি। যদিও বাস্তব ছবি তেমন কথা বলছে না। শুক্রবার থেকে শনিবারও এক নাগাড়ে লড়াই জারি রয়েছে কুকি-মেইতি দুপক্ষের। এর আগে জিরিবাম জেলার হমার, থাডোউ, পইতে ও মিজো উপজাতির মানুষও প্রশাসনের শান্তি বৈঠকে নেওয়া নীতি মানতে সম্মত হয়েছিল। পরে একাধিক গোষ্ঠী সেই নীতি না মানার সিদ্ধান্ত নেয়।

spot_img

Related articles

উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে ঊর্ধ্বমুখী পারদ

বছরের শুরু থেকেই শীতের (winter) আমেজ একটু একটু করে কমতে শুরু করেছে। প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও তাপমাত্রার...

আজ বারুইপুরে অভিষেকের সভায় ক্রস র‍্যাম্প স্টাইলে তৈরি মঞ্চ, জনপ্লাবনের সম্ভাবনায় সতর্ক প্রশাসন

ছাব্বিশের শুরুতেই নির্বাচনী প্রস্তুতির ময়দানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী...

নতুন বছরের পয়লা দিনে ‘ফার্স্ট বয়’ ইকোপার্ক, পর্যটকদের ভিড়ে দ্বিতীয় স্থান চিড়িয়াখানার

বড়দিনের ভিড়কে টেক্কা দিয়ে ২০২৬-র পয়লা জানুয়ারি নিজের রেকর্ড নিজেই ভাঙলো ইকো পার্ক (Eco Park)। পরিসংখ্যান বলছে বৃহস্পতিবার...

ছুটিতে হাতে–কলমে পরিবেশ শিক্ষা, প্রস্তাব শিশু অধিকার কমিশনের

স্কুলপড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ছুটির সময় হাতে–কলমে পরিবেশ সংক্রান্ত প্রকল্প চালুর প্রস্তাব দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা...