আর কবে? কবে শেষ হবে তদন্ত? এবার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তদন্তে গিয়ে বিক্ষোভের মুখে পড়ল সিবিআই। সোমবার সন্ধ্যায় আরজি কর হাসপাতালে তদন্তের কাজে যাওয়া সিবিআইয়ের তদন্তকারীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন একদল মানুষ।


সোমবার সন্ধ্যায় আর জি করে তদন্ত করতে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জরুরি বিভাগের বিল্ডিংয়ের কাছে নর্মদা ক্যান্টিনের সমস্ত দিক খতিয়ে দেখা হয়। তাঁরা খতিয়ে দেখেন চেস্ট মেডিসিন বিভাগ এবং ওই সেমিনার রুমে কোন কোন পথে সিসিটিভি ক্যামেরা এড়িয়ে আসা যায় তার সম্ভাব্য জায়গাগুলো। তারপর সিবিআইয়ের আধিকারিকরা এমারজেন্সি বিল্ডিংয়ের লাগোয়া একটি ক্যান্টিনের একতলা ও দোতলায় বেশ কিছুক্ষণ সময় কাটান। সেখানকার কর্মচারীদের সঙ্গে কথা বলেন। পুরো জায়গাটা তাঁরা ঘুরে দেখেন। এরপর বেরিয়ে আসার সময় কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের দেখে বিক্ষোভ শুরু হয়। এর পর সিবিআই হাসপাতাল থেকে বেরনোর চেষ্টা করে। কিন্তু বিক্ষোভের মুখে পড়ে ফের হাসপাতালের ভিতরে ঢুকে আসতে বাধ্য হন। তবে এই বিক্ষোভকারীরা কারা, তাঁদের পরিচয় এখনও জানা যায়নি।

আরও পড়ুন- দেশের নয়া আতঙ্ক মাঙ্কিপক্স, ঝুঁকি এড়াতে বিশেষ গাইডলাইন স্বাস্থ্যমন্ত্রকের
















