Thursday, November 6, 2025

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ঋষভ পন্থ! ক্রিকেটারের প্রেমিকাকে চেনেন নাকি

Date:

Share post:

দুর্ঘটনা, চোট আঘাত, জাতীয় দল থেকে ছিটকে যাওয়া আর তারপর অদম্য লড়াই করে নিজের যোগ্যতা প্রমাণ এবং কামব্যাক। জীবনের কঠিন সময় কাটিয়ে এবার ক্যারিয়ার আর ব্যক্তিগত জীবনে ফোকাস করতে চান ভারতীয় দলের (Team India) তারকা উইকেটকিপার ঋষভ পন্থ (Rishabh Panth)। বাংলাদেশের বিরুদ্ধে জাতীয় দলে তাঁর নাম রয়েছে।খুব স্বাভাবিকভাবেই সেপ্টেম্বরের এই সিরিজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন ভারতীয় দলের প্লেয়াররা। এর মাঝেই হঠাৎ করে ঋষভের বিয়ের নয়া গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Rishabh Panth wedding news goes viral)। উর্বশীর সঙ্গে সম্পর্ক ভেঙেছে অনেকদিন আগেই। কিন্তু তারপর কার সঙ্গে প্রেম করছেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার? নেটপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে বয়সে বড় বান্ধবীর সঙ্গেই নাকি এবার সাতপাক ঘুরতে চলেছেন ঋষভ!

দু’বছর পর ভারতীয় ক্রিকেট দলে (Indian Cricket Team) ফিরেছেন ঋষভ পন্থ। আইপিএল চলাকালীন তাঁর দলের মেন্টর তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে এবার এই উইকেটকিপারের নীল জার্সি পরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সময় এসে গেছে। তারপরেই ইন্টারন্যাশনাল সিরিজের জন্য ভারতীয় দলের প্রথম একাদশে জায়গা পান এই ঋষভ। শুধু তাই নয় মিডল অর্ডারে ব্যাট করতে নেমেও দলকে ভরসা দিয়েছেন তিনি। সেই প্লেয়ার এবার নাকি প্রিয় বান্ধবীর সঙ্গে নিজের জীবনের ইনিংস গড়তে চলেছেন। কে তিনি? কী করেন? অনুরাগীদের এই একগুচ্ছ প্রশ্নের মাঝেই জানা গেল ইন্টিরিয়ার ডিজাইনার ইশা নেগির (Isha Negi) সঙ্গে ডেট করছেন দিল্লি ক্যাপিটালস- এর অধিনায়ক। যদিও তাঁদের এই সম্পর্কটা নতুন নয়। ১৯ বছর বয়স থেকেই তাঁরা একে অন্যের বিশেষ বন্ধু। ইশা অবশ্য ঋষভের থেকে আট মাসের বড়। সোশ্যাল মিডিয়াতে তিনি বেশ সক্রিয়, যদিও তারকা ক্রিকেটারের সঙ্গে তার সম্পর্ক নিয়ে খুব একটা বেশি মুখ খুলতে দেখা যায়নি কখনও। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ সিরিজ শুরু হচ্ছে। প্রথম টেস্ট খেলতে নামার আগে ভারতীয় দলের নির্ভরযোগ্য উইকেটকিপার-ব্যাটারের বিয়ের গুঞ্জন নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে নেটপাড়ায়। যদিও দুজনের ঘনিষ্ঠ মহল বলছে আপাতত তাঁরা শুধুই একসঙ্গে ভাল কিছু মুহূর্ত কাটাতে চান, বিয়ে নিয়ে কোনও পরিকল্পনাই হয়নি।


spot_img

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...