নেটপাড়ায় চরম নিন্দা, ‘বেণীমাধব’ কটাক্ষের জবাব দিলেন গৌতম 

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘সারেগামাপা’র এক বিশেষ পর্বে নাট্যশিল্পী গৌতম হালদারের (Goutam Halder) ‘বেণীমাধব’ উপস্থাপনা ভাল চোখে দেখেননি সমাজমাধ্যমের বাসিন্দারা। বাঙালির অতি পরিচিত জয় গোস্বামীর এই কবিতার বেশ কিছু শব্দ উচ্চারণ অসম্মানজনক বলে নিন্দার ঝড় উঠেছে। নারীদের সামাজিক অবস্থান, স্বাধীনতা নিয়ে যখন প্রতিবাদে উত্তাল কলকাতা, সেই আবহে চ্যানেলে তরফে ভিডিও পোস্ট হতেই গৌতমের ‘বেণীমাধব’ উপস্থাপনা নিয়ে শোরগোল শুরু হয়েছে। কটাক্ষের শিকার হওয়া শিল্পী কতটা আহত হয়েছেন, জানালেন নিজেই।

বেসরকারি চ্যানেলের রিয়ালিটি শোতে গৌতম ‘বেণীমাধব’ পরিবেশনায় যে ভঙ্গিমা ব্যবহার করেছেন তাতে প্রবল বিরক্তি আছড়ে পড়েছে কমেন্ট বক্সে। কেউ লিখলেন, ‘বেণীমাধবের পিন্ডি চটকে দিয়েছে! এক্সপেরিমেন্ট এর নামে এইসব ছ্যাবলামি বন্ধ হোক।’ কারোর মন্তব্য, ‘ এই উপস্থাপনায় বেণীমাধব ট্রমায় চলে যাবে’। এর পাশাপাশি নিজেদের প্রোফাইলে শিল্পী এবং চ্যানেলকে ট্যাগ করেও ক্ষোভ উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। এত কুরুচিকর মন্তব্য ধেয়ে এসেছে যে অবাক হয়ে গেছেন নাট্যশিল্পীর সতীর্থরাও। এই বিতর্কের আবহে মুখ খুললেন গৌতম হালদার নিজেই। জনপ্রিয় বাংলা কবিতা পাঠের পর থেকে এই মুহূর্ত পর্যন্ত ঘটতে থাকা সবকটা আলোচনা আর মন্তব্যের বিষয়ে অবগত আছেন শিল্পী। কিন্তু তাঁর এই ‘আবৃত্তি’ উপস্থাপন কোনও আকস্মিক ঘটনা নয়। গৌতম জানান, ‘‘দেশে-বিদেশে, অজস্র জায়গায় এর আগে আমি এই উপস্থাপনা করেছি। তার মধ্যে ‘বেণীমাধব’ও রয়েছে। শ্রোতারা কিন্তু মন খুলে প্রশংসাই করেছেন।’’ কবিতা এবং অভিনয়কে চিরাচরিত ভাবনার বাইরে বেরিয়ে নিজের মতো করে মিলিয়ে নেওয়ার চেষ্টা করেছেন তিনি। কটাক্ষকে আলাদা করে গুরুত্ব দিতে নারাজ গৌতম বলেন, নাটকের মাধ্যমে তো শব্দকেও খোঁজা সম্ভব। যাঁরা সমালোচনা করছেন, তাঁরা হয়তো সেটা বুঝতে পারছেন না।শিল্পী হিসেবে প্রশংসা এবং সমালোচনা, দুটোই আমি গ্রহণ করতে রাজি আছি।’ কিন্তু শিল্প ও এবং শিল্পীর সৃষ্টিকে যারা শ্রদ্ধা সম্মান করতে জানেন না তাঁদের বিশেষ গুরুত্ব দেয়ার প্রয়োজন মনে করছেন না গৌতম হালদার।