বাংলাদেশের বিরুদ্ধে জোড়া নজিরের সামনে দাঁড়িয়ে কোহলি

১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজ । দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবেন রোহিত শর্মারা। এই টেস্ট সিরিজে ভারতীয় দলে ফিরছেন বিরাট কোহলিও। ন’মাস পর আবার লাল বলের ক্রিকেটে ফিরতে চলেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। আর বাংলাদেশের বিরুদ্ধে জোড়া নজিরের সামনে দাঁড়িয়ে বিরাট। টপকে যাওয়ার সুযোগ রয়েছে সচিন তেন্ডুলকরকে।

এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলি করেছেন ২৬৯৪২ রান। ২৭ হাজার রানের মাইল ফলক স্পর্শ করতে কোহলির প্রয়োজন আর মাত্র প্রয়োজন ৫৮ রান। বাংলদেশের বিরুদ্ধে দু’টেস্টের সিরিজে ৫৮ রান করতে পারলেই আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৭ হাজার রান করার নজির গড়বেন বিরাট। ভেঙে দেবেন সচিন তেন্ডুলকরের রেকর্ড। বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসাবে ২৭ হাজার আন্তর্জাতিক রান করবেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সচিন ছাড়া এই কৃতিত্ব রয়েছে কুমার সাঙ্গাকারা এবং রিকি পন্টিংয়ের। শুধু তাই নয় , আরও একটি নজিরের সামনে রয়েছেন কোহলি। সেই মাইল ফলক স্পর্শের জন্য বিরাটের প্রয়োজন আর ১৫২ রান। তাহলেই ভারতের চতুর্থ ক্রিকেটার হিসাবে টেস্ট ক্রিকেটে ৯০০০ রান পূর্ণ করবেন কোহলি। সচিন ছাড়া এই কৃতিত্ব রয়েছে সুনীল গাভাস্কর এবং রাহুল দ্রাবিড়ের দখলে। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসেই ১৫২ রান করতে পারলে ১৯২তম টেস্ট ইনিংসে ৯০০০ রান পূর্ণ করবেন বিরাট।

আরও পড়ুন- ক্যামেরাম্যানকে থাপ্পড় মারার অভিযোগ মার্টিনেজের বিরুদ্ধে, শাস্তির দাবিতে ফিফার কাছে যাওয়ার ভাবনাচিন্তা


Previous articleতরুণীর চোয়ালে ‘কামড়’ কি সঞ্জয়ের? অভিযুক্তের ‘টিথ ইম্প্রেশন’ সংগ্রহে CBI
Next articleএকাধিক শর্তে নিয়োগ মামলায় জামিন মানিককে