Monday, August 25, 2025

শ্রাচী গ্রুপের কর্ণধার রাহুল টোডির হাত ধরে আইএসএল-এর নতুন জার্সি সামনে আনল মহামেডান

Date:

Share post:

আগামীকাল থেকে শুরু ২০২৪-২৫ আইএসএল। এবার আইএসএল-এ নতুন দল মহামেডান স্পোর্টিং ক্লাব। গত মরশুমে আইলিগ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আইএসএল-এর দরজা খুলে গিয়েছে সাদা-কালো ব্রিগেডের সামনে। ১৬ সেপ্টেম্বর ঘরের মাঠ কিশোরভারতী ক্রীড়াঙ্গনে খেলতে নামবে মহামেডান স্পোর্টিং ক্লাব। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। আর তার আগে এদিন নিজেদের আইএসএল-এর নতুন জার্সি সামনে আনল মহামেডান স্পোর্টিং ক্লাব। তার সঙ্গে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই মরশুমের ফুটবলারদের পরিচয় করাল মহামেডান।

এদিন শহরের এক পাঁচতারা হোটেলে আইএসএল-এর নতুন জার্সি সামনে আনে মহামেডান স্পোর্টিং। যেখানে উপস্থিত ছিলেন মহামেডান সভাপতি আমিরুদ্দিন ববি । ছিলেন অন্যান্য ক্লাব কর্মকর্তারা। উপস্থিত ছিলেন মহামেডানের অন্যতম ইনভেস্টর শ্রাচী গ্রুপের কর্ণধার রাহুল টোডি। এছাড়াও উপস্থিত ছিলেন সৃঞ্জয় বোস, আইএফএ সচিব অনির্বাণ দত্ত, সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, চেয়ারম্যান সুব্রত দত্ত। তবে এদিন এই অনুষ্ঠানে ব্যক্তিগত কারণে উপস্থিত থাকতে পারেননি বাঙ্কারহিলস কর্তা দীপককুমার সিং। উপস্থিত ছিলেন মহামেডানের ফুটবলাররা। ছিলেন কোচ আন্দ্রে চেরনিশভ।

প্রথমবার আইএসএল খেলছে মহামেডান। আবেগপ্রবণ হয়ে পড়েন মহামেডানের অন্যতম ইনভেস্টর শ্রাচী গ্রুপের কর্ণধার রাহুল টোডি। তিনি বলেন, “আমরা অনেক কষ্ট করে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে উঠে এসেছি। দল একটা ছন্দে রয়েছে। এই ছন্দ ধরে রেখেই আইএসএলে নামছি।” অপরদিকে মহামেডান ক্লাব সভাপতি আমিরুদ্দিন ববি বলেন, “বাঙ্কার হিলকে সঙ্গে নিয়ে আমরা আইএসএলে উঠে এসেছি। এবার পাশে পেয়েছি শ্রাচীকেও। আশা করব দল আইএসএলে ভালো ফল করবে।”

এদিকে এদিন ছিল রাহুল টোডির জন্মদিন। শ্রাচী গ্রুপের কর্ণধার রাহুল টোডি জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় এই অনুষ্ঠান মঞ্চে।

আরও পড়ুন- ফের শিরোনামে পৃথ্বী, সোশ্যাল মিডিয়ায় প্রেমিকাকে বিশেষ বার্তা


 

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...