Saturday, January 10, 2026

আনোয়ার নিয়ে বড় আপডেট, ফেডারেশনের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের

Date:

Share post:

আনোয়ার আলি ইস্যুতে স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট।গতকাল প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তের নির্দেশে স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাই কোর্টে আবেদন করেছিল ইস্টবেঙ্গল, দিল্লি এফসি এবং আনোয়ার আলি নিজে। সেই আবেদনের এদিন রায় দিল দিল্লি হাইকোর্ট। অর্থাৎ আগামী নির্দেশ না পাওয়া পর্যন্ত আনোয়ারের ওপর ফেডারেশনের শাস্তির সিদ্ধান্ত কার্যকর থাকবে না। এছাড়াও প্লেয়ার স্ট্যাটাস কমিটির তরফ থেকে আনোয়ার আলিকে দেওয়া নো অবজেকশন সার্টিফিকেট খারিজ করেছে দিল্লি হাইকোর্ট। ফলে আপাতত আনোয়ার ইস্টবেঙ্গলের খেলোয়াড় নন। এই রায়ের শনিবার ফের শুনানি।

জানা যাচ্ছে, ইস্টবেঙ্গলের দাবি ছিল, ফেডারেশনের পক্ষ থেকে যে শাস্তির কথা জানিয়েছে, সেখানে ঠিক কী কারণে এত বড় শাস্তি পাচ্ছেন আনোয়ার তা বলা নেই। কোর্টে এআইএফএফ-এর আইনজীবীও সে কথা মেনে নেন বলে সূত্রের খবর। আর সেই কারণেই ব্যানের উপর স্থগিতাদেশ দেওয়া হয়। দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়, একটা রায় দিলে সেটা কীসের উপর ভিত্তি করে দেওয়া হচ্ছে সেটা অবশ্যই জানাতে হয়। এক্ষেত্রে সেটা হয়নি। পাশাপাশি একজন ফুটবলারের কেরিয়ারের প্রশ্ন তুলেও প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তের বিরোধিতা করা হয়।

গত মঙ্গলবারই এআইএফএফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির পক্ষ থেকে ঘোষণা করা হয় চার মাস ইস্টবেঙ্গলের ফুটবলার আনোয়ার আলিকে নির্বাসিত করা হয়েছে। এছাড়াও ১২ কোটি ৯০ লক্ষ্য টাকা ইস্টবেঙ্গল, দিল্লি এফসি এবং আনোয়ার আলিকে জরিমানা করা হয়, যেটা মোহনবাগান ক্লাবের হাতে তুলে দিতে বলা হয়। পাশাপাশি ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি ক্লাবের ওপর দুই উইন্ডোর জন্য প্লেয়ার রেজিস্ট্রেশনে নিষাধাজ্ঞার নির্দেশও দেওয়া হয়। আনোয়ারের বিরুদ্ধে অবৈধভাবে চুক্তি ভঙ্গ এবং তাতে দুই ক্লাবের জড়িত থাকার অভিযোগে এই শাস্তি ঘোষণা করা হয়।

এদিকে হাইকোর্টের নির্দেশের পরেই ট্যুইট করে এই স্থগিতাদেশের কথা জানান দিল্লি এফসি কর্ণধার রঞ্জিত বাজাজ। সেই ট্যুইট এখন ভাইরাল।

আরও পড়ুন- রোহিতের মুম্বই ছাড়ার জল্পনার মধ্যেই হিটম্যানের ‘দল-প্রীতি’র কথা পীযূষের মুখে


spot_img

Related articles

চম্পাহাটিতে বৈধ বাজি কারখানায় বিস্ফোরণ: তুবড়ি বানাতে গিয়ে আহত ৪

ফের বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা চম্পাহাটিতে। সরকারি লাইসেন্সধারী কারখানায় বাজির মশলায় সমস্যার জেরে বিস্ফোরণ বলে স্থানীয় বাসিন্দাদের দাবি।...

সুপ্রিম কোর্টে যেতে পারে ইডি: আগেই ক্য়াভিয়েট দাখিল রাজ্যের

আদালতের নির্দেশ না-পসন্দ। তাই কলকাতা হাই কোর্ট ছেড়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পথে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই পরিস্থিতিতে...

বন্ধ হিন্দমোটর কারখানার পরিত্যক্ত আবাসনে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

হুগলির উত্তরপাড়ায় বন্ধ কারখানায় ১৬ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরী তার বন্ধুর সঙ্গে বন্ধ...

সামান্য কমল পারদ, রাজ্যে জারি শীতের স্পেল!

শনিবার সকালে ভরপুর শীতের (Winter) আমেজ। হাওয়া অফিস (Weather Department) বলছে শুক্রবার কলকাতার তাপমাত্রা বাড়লেও এদিন ফের নিম্নমুখী...