Saturday, August 23, 2025

দাবিতে অনড়, বৃষ্টি মাথায় নিয়েই জুনিয়র ডাক্তারদের চতুর্থদিনের অবস্থান বিক্ষোভ চলছে

Date:

Share post:

তারা নিজেদের অবস্থানে অনড়। কোনওভাবেই নিজেদের দাবি থেকে সরে আসতে রাজি নন। পাঁচ দফা দাবি নিয়ে স্বাস্থ্যভবনের সামনে ধর্না চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা।শুক্রবার বৃষ্টির মধ্যেও তাদের সেই অবস্থান বিক্ষোভ চলছে।এই পরিস্থিতিতে বৃহস্পতিবার নবান্নের তরফে বৈঠকের আয়োজন করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই বৈঠক ভেস্তে যায়।পুরো বিষয়টিতে হস্তক্ষেপ চেয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে মেল পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা।

শুক্রবার তাঁদের ধর্না চতুর্থ দিনে পড়ল। এদিন দুপুরে বৃষ্টির মধ্যেই স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। বৃষ্টির মাঝেই অবস্থানরত জুনিয়র ডাক্তারেরা নিজেরাই ত্রিপল ধরে দাঁড়িয়ে পড়েন। কেউ কেউ গায়ে বর্ষাতি চাপিয়ে নেন। ত্রিপলের নীচে দাঁড়িয়েই চলে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান।

আন্দোলনরত ডাক্তাররা জানিয়েছেন, নবান্নের তরফে শুক্রবার বিকেল পর্যন্ত নতুন করে কোনও মেইল করা হয়নি। বৃস্পতিবার সন্ধ্যায় যে বৈঠক ডাকা হয়েছিল সেই বৈঠকের সরাসরি সম্প্রচার করার শর্তে অনড় ছিলেন ডাক্তাররা। সেই দাবি থেকে তারা সরে আসছেন না। তবে, সরাসরি সম্প্রচার না করে বৈঠকের ভিডিয়ো রেকর্ডিং করায় রাজি ছিল প্রশাসন।প্রায় দু ঘণ্টার বেশি অপেক্ষা করার পর মুখ্যমন্ত্রী সভাঘর ছেড়ে চলে যান। জুনিয়র ডাক্তাররাও নবান্ন থেকে ধর্না স্থলে ফেরত আসেন। শুক্রবার তারা জানিয়েছেন, ফের নবান্নের তরফে নতুন করে বৈঠকের কোনও উদ্যোগ নেওয়া হয় কিনা, সে ব্যাপারে তারা অপেক্ষায় রয়েছেন।











spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...