Friday, December 19, 2025

জুনিয়র ডাক্তারদের ধর্নায় SUCI নেতা, আন্দোলনকারীরা BJP পার্টি অফিসে! পোস্ট করে মোক্ষম খোঁচা কুণালের

Date:

Share post:

রংহীন আন্দোলনে বারবার রাজনৈতিক যোগের অভিযোগ উঠছে। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্না-আন্দোলনে আগেই দেখা গিয়েছে বিজেপির যুব নেত্রী মাদককাণ্ডে জেলখাটা পামেলা গোস্বামী ও BJP নেত্রী তথা অভিনেত্রী শর্বরী মুখোপাধ্যায়কে। এবার ওই ধর্নামঞ্চে দেখা গেল গত লোকসভা নির্বাচনে কলকাতা উত্তরের SUCI এর প্রার্থী বিপ্লব চন্দ্রকে। সেই ছবি পোস্ট করেন রাজ্যসভায় তৃণমূলের (TMC) প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)। শুধু তাই নয়, নিজের এক্স হ্যান্ডেলে আরেকটি ভিডিও পোস্ট করে প্রশ্ন তোলেন, সল্টলেকের বিজেপি অফিসে ভেতরে কি আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের একাংশ?শুক্রবার, নিজের এক্স হ্যান্ডেলের প্রথমে একটি ভিডিও পোস্ট করেন কুণাল ঘোষ। সেখানে দেখা যায়, বিজেপি পার্টি অফিসের ভিতরে ‘Justice For RG Kar’ ব্যাজ পরা বেশ কয়েকজনকে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। এই ভিডিও পোস্ট করে কুণাল লেখেন,
“এটা কি সল্ট লেকের বিজেপি অফিস?
ভেতরে কি আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের একাংশ?
খতিয়ে দেখা হোক।
যদি এটা না হয়, তাহলে রটনা হয়ে যা ঘুরছে, তা ভুল।
যদি ঠিক হয়, তাহলে, কেন? কেন? কীসের দরকারে?”

এর পর আরও একটি ছবি পোস্ট করেন কুণাল (Kunal Ghosh)। সেখানে সিনিয়র ডাক্তারকে দেখা যায়। নাম বিপ্লব চন্দ্র। তিনিই আবার বৃহস্পতিবার জুনিয়র ডাক্তারদের ধর্না মঞ্চে গিয়ে বলেন, সরকার যদি জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেন তবে তারাও কাজ করা বন্ধ করে দেবেন। বিপ্লব চন্দ্র এই লোকসভা নির্বাচনে  কলকাতা উত্তরে SUCI-এর প্রার্থী হিসেবে লড়েন। এই প্রসঙ্গ তুলে খোঁচা দেন কুণাল। নিজের এক্স হ্যান্ডেলে লেখেন,
”ইনি হলেন বিপ্লব চন্দ্র, একজন সিনিয়ার ডাক্তার, তিনি তার এক বিবৃতিতে বলেছিলেন সরকার যদি জুনিয়ার ডাক্তার দের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেন তবে তারাও কাজ করা বন্ধ করে দেবেন!
খুব মজার বিষয় হলো বিপ্লববাবু গত লোকসভা নির্বাচনে উত্তর কলকাতায় SUCI এর প্রার্থী ছিলেন!
তাহলে বুঝতেই পারছেন আন্দোলনটা কারা আর কিসের স্বার্থে করছেন??”

অনেক দিন ধরেই শাসকদল অভিযোগ, আর জি কর-কাণ্ড নিয়ে সামজিক আন্দোলনের আঁচে রুটি সেঁকার চেষ্টা চালাচ্ছে বিরোধী রাজনৈতিক দল। ভোটে লড়াইয়ে পিছিয়ে পড়ে ঘুর পথে রাজ্যে অরাজকতা সৃষ্টি করে ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে রাম-বাম। এর আগে পামেলা-শর্বরীর উপস্থিতি। এবার ধর্না মঞ্চে SUCI নেতা ও বিজেপি পার্টি অফিসে আন্দোলনকারীদের উপস্থিতি নিয়ে মোক্ষম খোঁচা দিলেন কুণাল।










spot_img

Related articles

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...

কবে থেকে ভোটারদের শুনানি: শুক্রেও নিরুত্তর কমিশন!

খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে ১৬ ডিসেম্বর। অন্যান্য রাজ্যের মতো অতিরিক্ত সময় চায়নি বাংলার নির্বাচন কমিশন (Election Commission)।...

ফের CPIM-এ নারীঘটিত কেলেঙ্কারি, মুখ বাঁচাতে তরুণ নেতাকে বহিষ্কার সেলিমদের

সুশান্ত ঘোষ, তন্ময় ভট্টাচার্য, বংশগোপাল চৌধুরীর পরে ফের নারীঘটিত কেলেঙ্কারি সিপিএমে (CPIM)। এবার নাম জোড়ালো এক তরুণতুর্কির। মুখ...

সেবাশ্রয়ে ২০তম দিনে ক্যাম্পে যাবেন অভিষেক: সাফল্যের খতিয়ান পেশ

প্রথম ক্যাম্পের সাফল্য অনুপ্রাণিত করেছে দ্বিতীয় ক্যাম্পের আয়োজনে। সেবাশ্রয়-২ উদ্বোধনে সদর্পে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়...