Sunday, January 11, 2026

মূল অভিযোগে অভিযুক্ত নয়! অভিজিতের ৩দিনের CBI হেফাজত

Date:

Share post:

টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে শনিবার গ্রেফতার করে রবিবারই শিয়ালদহ আদালতে পেশ করে সিবিআই। সেখানে আর জি করের চিকিৎসক ধর্ষণ খুনের মূল ঘটনায় অভিযুক্ত নয় বলেই দাবি করে সিবিআই। তবে কর্তব্যে গাফিলতি ও ঘটনাস্থল পরিবর্তন হওয়ার অভিযোগ অভিজিৎ মণ্ডলের ওপর আনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সুপ্রিম কোর্ট যে টাইম লাইন নিয়ে প্রশ্ন তুলেছিল, তার উত্তর খুঁজতেই টালা থানার ওসিকে গ্রেফতার বলে দাবি সিবিআইয়ের। কার্যত সুপ্রিম শুনানির আগে সিবিআইয়ের পক্ষে খাঁড়া করার মতো কিছু তুলে ধরতেই গ্রেফতার অভিজিৎ ও সন্দীপ। আদালত তাঁদের তিনদিনের সিবিআই হেফাজত মঞ্জুর করে।

রবিবার কড়া নিরাপত্তায় টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল ও সন্দীপ ঘোষকে শিয়ালদহ আদালতে পেশ করে সিবিআই। ঘটনার দিন দুজনের মধ্যে দীর্ঘ কথোপকথনের প্রেক্ষিতে তদন্ত শুরু করে সিবিআই। ঘটনার পরে অভিযোগ দায়ের করতে দীর্ঘ সময় নষ্ট হয় কেন, তার উত্তর খুঁজছে সিবিআই। সেক্ষেত্রে আদালতে সিবিআই দাবি করে, মূল অভিযোগে অভিযুক্ত নন পুলিশ কর্মী। ঘটনাস্থলে যে পরিবর্তন হয়েছে তাতে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের কোনও যোগ রয়েছে কিনা, তা খুঁজছে সিবিআই। সেই তদন্তে দুজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আর্জি জানানো হয়।

মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি। তার আগে শনিবার দুপুর পর্যন্ত কোনও সদর্থক পদক্ষেপ ছিল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। কার্যত মূল ধর্ষণ ও খুনের ঘটনায় কোনও দিশা খুঁজে পাচ্ছিল না সিবিআই। এবার শুনানি দ্রুত কাছে আসতে যে কোনও উপায়ে সুপ্রিম কোর্টে টিকে থাকার মরিয়া চেষ্টা। হিসাব মতো মঙ্গলবার পর্যন্ত তিনদিনেরই হেফাজতও চাওয়া হয়েছে। অভিজিতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৩৮, ১৯৯ ও ৬১/২ ধারায় মামলা রুজু করেছে সিবিআই।

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...