দুর্যোগ চলবে, বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা

আজ, সোমবার কিছুটা কমবে বৃষ্টির পরিমাণ। কিন্তু ঝাড়গ্রাম ও পুরুলিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে দক্ষিণবঙ্গে।

মৎস্যজীবীদের আজ, সোমবারও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা তিন জেলায়। নদিয়া, দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা।কলকাতায় সোমবার মূলত মেঘলা আকাশ। বেলার দিকে বৃষ্টি কমবে। মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটাই কমেছে। আগামিকাল, মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস কম।

 

Previous articleফের ট্রাম্পকে খুনের চেষ্টা, ফ্লোরিডায় তার গল্ফ ক্লাবে চলল গুলি: ধৃত প্রৌঢ়
Next articleআরজি কর-কাণ্ডের প্রতিবাদ, বিশ্বকর্মা পুজোর দিন হবে আকাশ দখল!