Saturday, August 23, 2025

জাতিগত জনগণনা ইস্যু! শরিকি চাপে জেরবার বিজেপি

Date:

Share post:

আরও একবার শরিকি চাপে জেরবার বিজেপি। তৃতীয় মোদি সরকারের শরিক দুটি প্রভাবশালী রাজনৈতিক দল টিডিপি এবং জেডি(ইউ)-র তরফে দাবি তোলা হয়েছে জাতিগত জনগণনা নিয়ে। চলতি মাসের শেষ দিকে গোটা দেশে জনগণনা সংক্রান্ত কাজ শুরু করার প্রস্তুতি যখন চরমে, ঠিক সেই সময়ে সরকারের শরিক দুটি বড় ও প্রভাবশালী রাজনৈতিক দলের জাতিগত জনগণনার দাবি নি:সন্দেহে চাপে ফেলবে বিজেপিকে, এমনই অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের।

এর আগে ইউপিএসএসি ল্যাটারাল এন্ট্রি এবং অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে প্রবল শরিকি আপত্তির মুখে পড়েছিল মোদি সরকার৷ কেন্দ্রীয় মন্ত্রী, এনডিএ-র শরিক এলজেপি নেতা চিরাগ পাসোয়ানের অনড় অবস্থানের জেরেই শেষ পর্যন্ত পিছু হটতে হয় মোদি সরকারকে। বাতিল করা হয় ইউপিএসসি-তে ল্যাটারাল এন্ট্রি সংক্রান্ত সরকারি প্রস্তাব৷ সেই ব্যর্থতার রেশ কাটার আগেই এবার জাতিগত জনগণনা ইস্যুতে মোদি সরকারের উপরে চাপ বাড়াতে শুরু করেছে চন্দ্রবাবু নাইডুর টিডিপি এবং নীতীশ কুমারের জেডি(ইউ), এমন দাবিই করা হয়েছে নয়াদিল্লিতে রাজনৈতিক সূত্রে। অন্ধ্রপ্রদেশ ও বিহার দুটি রাজ্যের দুই শাসক দলের এই দাবির মূলে আছে নিজের নিজের রাজ্যের ভোটব্যাঙ্ক অটুট রাখার ভাবনা, এটা বুঝেও কার্যত চুপ করে থাকতে বাধ্য বিজেপি শিবির৷ গোটা পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে সেদিকে সজাগ দৃষ্টি রাখছে অন্য রাজনৈতিক দলগুলিও৷ এবারের লোকসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া বিজেপি জাতিগত জনগণনার ইস্যুতে শেষ পর্যন্ত শরিকি চাপের কাছে মাথা নোয়াতে বাধ্য হবে, এমনই অনুমান করা হচ্ছে ওয়াকিবহাল মহল সূত্রে৷

আরও পড়ুন- পানশালায় গোলমালের অভিযোগ! হাওড়ায় গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার সহ ৩ পুলিশ-কর্মী

 

spot_img

Related articles

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...