Sunday, January 11, 2026

তদন্তে অসহযোগিতা বাম যুবনেতা কলতানের, হাইকোর্টে দাবি পুলিশের

Date:

Share post:

জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলার অভিযোগে গ্রেফতার হন বাম যুবনেতা কলতান দাশগুপ্ত (Kalatan Dasgupta)। ভাইরাল ফোনালাপ (অডিওর সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) প্রকাশ্যে আসতেই পুলিশ তদন্তের ভিত্তিতে গ্রেফতার করে বাম যুবনেতাকে (DYFI)। কিন্তু সেই মামলায় বুধবার রাজ্যের আইনজীবী কলকাতা হাইকোর্টে দাবি করেন, তদন্তে অসহযোগিতা করছেন বাম নেতা। যদিও এই অপরাধের জন্য তাঁকে গ্রেফতার করা উচিত কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি ভরদ্বাজ। কলকাতা পুলিশকে রিপোর্ট পেশ করার নির্দেশ দেন বিচারপতি।

ভাইরাল অডিও প্রকাশ্যে আসার পরে সঞ্জীব দাস নামে এক বামকর্মীকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করা হয় কলতানকে। এই মামলায় কলতানের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় নিম্ন আদালত। জামিনের আবেদন করে বাম যুবনেতা হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁর পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya) দাবি করেন, সঞ্জীবকে জিজ্ঞাসাবাদ করে তবে কলতানের নাম পাওয়া যায়, তবে এফআইআরে কীভাবে কলতানের নাম দেয় পুলিশ। তিনি দাবি করেন পুলিশ সন্দেহের বশে গ্রেফতার করেছে এমন একটি মামলায় যে মামলায় সাজা তিন বছরের বেশি জেল হতে পারে না, সেখানে কেন গ্রেফতার করা হল প্রশ্ন তোলেন তিনি।

এই মামলায় তদন্ত করে সত্য প্রকাশের পথে সবথেকে বড় বাধা কলতান নিজেই, দাবি কলকাতা পুলিশের। হাইকোর্টে রাজ্যের আইনজীবী দাবি করেন, কলতান ও সঞ্জীবের ফোন পুলিশ বাজেয়াপ্ত করেছে। সেই ফোনে কথোপকথনের কথা কলতান স্বীকার করেছে। কিন্তু ফোন থেকে তথ্য পাওয়ার জন্য ফোনটি আনলক করে দিচ্ছেন না কলতান। ফলে ফোন থেকে তথ্য পেতে সমস্যায় কলকাতা পুলিশ (Kolkata Police)।

মামলায় বিচারপতি ভরদ্বাজ পুলিশের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তোলেন। কলতানের বিরুদ্ধে এরকম পূর্ব কোনও ইতিহাস বা অভিযোগ আছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলা হয়। বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি। কলকাতা পুলিশকে মামলায় রিপোর্ট পেশের নির্দেশ দেন বিচারপতি।

spot_img

Related articles

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত...

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই...

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের...