Sunday, November 9, 2025

তদন্তে অসহযোগিতা বাম যুবনেতা কলতানের, হাইকোর্টে দাবি পুলিশের

Date:

Share post:

জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলার অভিযোগে গ্রেফতার হন বাম যুবনেতা কলতান দাশগুপ্ত (Kalatan Dasgupta)। ভাইরাল ফোনালাপ (অডিওর সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) প্রকাশ্যে আসতেই পুলিশ তদন্তের ভিত্তিতে গ্রেফতার করে বাম যুবনেতাকে (DYFI)। কিন্তু সেই মামলায় বুধবার রাজ্যের আইনজীবী কলকাতা হাইকোর্টে দাবি করেন, তদন্তে অসহযোগিতা করছেন বাম নেতা। যদিও এই অপরাধের জন্য তাঁকে গ্রেফতার করা উচিত কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি ভরদ্বাজ। কলকাতা পুলিশকে রিপোর্ট পেশ করার নির্দেশ দেন বিচারপতি।

ভাইরাল অডিও প্রকাশ্যে আসার পরে সঞ্জীব দাস নামে এক বামকর্মীকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করা হয় কলতানকে। এই মামলায় কলতানের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় নিম্ন আদালত। জামিনের আবেদন করে বাম যুবনেতা হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁর পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya) দাবি করেন, সঞ্জীবকে জিজ্ঞাসাবাদ করে তবে কলতানের নাম পাওয়া যায়, তবে এফআইআরে কীভাবে কলতানের নাম দেয় পুলিশ। তিনি দাবি করেন পুলিশ সন্দেহের বশে গ্রেফতার করেছে এমন একটি মামলায় যে মামলায় সাজা তিন বছরের বেশি জেল হতে পারে না, সেখানে কেন গ্রেফতার করা হল প্রশ্ন তোলেন তিনি।

এই মামলায় তদন্ত করে সত্য প্রকাশের পথে সবথেকে বড় বাধা কলতান নিজেই, দাবি কলকাতা পুলিশের। হাইকোর্টে রাজ্যের আইনজীবী দাবি করেন, কলতান ও সঞ্জীবের ফোন পুলিশ বাজেয়াপ্ত করেছে। সেই ফোনে কথোপকথনের কথা কলতান স্বীকার করেছে। কিন্তু ফোন থেকে তথ্য পাওয়ার জন্য ফোনটি আনলক করে দিচ্ছেন না কলতান। ফলে ফোন থেকে তথ্য পেতে সমস্যায় কলকাতা পুলিশ (Kolkata Police)।

মামলায় বিচারপতি ভরদ্বাজ পুলিশের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তোলেন। কলতানের বিরুদ্ধে এরকম পূর্ব কোনও ইতিহাস বা অভিযোগ আছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলা হয়। বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি। কলকাতা পুলিশকে মামলায় রিপোর্ট পেশের নির্দেশ দেন বিচারপতি।

spot_img

Related articles

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...