Tuesday, August 26, 2025

অডিও-কাণ্ডে হাইকোর্টে জামিন বাম যুবনেতা কলতান দাশগুপ্তর, মিলল রক্ষাকবচও

Date:

Share post:

সিপিএম যুবনেতা কলতান দাশগুপ্তকে শেষ পর্যন্ত ৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে মুক্তি দিল কলকাতা হাইকোর্ট। অডিও-কাণ্ডে তাকে গ্রেফতার করা হয়েছিল।তার ৫ দিন পর হাইকোর্টে জামিন মঞ্জুর হল। একই সঙ্গে তাকে রক্ষাকবচও দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের রায় অনুযায়ী, আদালতের অনুমতি ছাড়া এই মামলায় তাকে গ্রেফতার করা যাবে না। শুধু তাই নয়, আদালতের অনুমতি ছাড়া তার বিরুদ্ধে পুলিশ কোনও তদন্তও চালাতে পারবে না।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের একক বেঞ্চে এই মামলার শুনানি ছিল। আদালতের পর্যবেক্ষণ, গ্রেফতারির পর কলতানের বয়ান রেকর্ড করেছে পুলিশ। তার মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। আপাতত এই মামলায় আদালতের অনুমতি ছাড়া কলতানের বিরুদ্ধে পুলিশের তদন্ত করারও প্রয়োজনীয়তা নেই।

এদিন কলতানের আইনজীবী আদালতে জানান, কলতান নিজে ফোন  করেননি। একটি অচেনা নম্বর থেকে তার  কাছে ফোন  আসে। এক্ষেত্রে জামিন অযোগ্য ধারার কোনও প্রশ্নই ওঠে না। অথচ যে ফোন করল তাকে জামিনযোগ্য ধারা  দেওয়া হল’। এরপরই বিচারপতি রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান, এধরনের বৈষম্য কেন হল? আপনি অভিযোগ করেছেন সন্ত্রাসবাদী হামলা হতে পারে। এফআইআর-এর ক্ষেত্রে এ ধরনের অভিযোগ কেন? একজনের ক্ষেত্রে জামিনযোগ্য আর অন্যজনের ক্ষেত্রে জামিন অযোগ্য ধারা কেন হবে?’

বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ আরও জানতে চান, কথোপকথনে আর যাদের নাম এসেছে তাদের গ্রেফতার করা হয়েছে কি? ভয়েস রেকর্ড কি টেস্ট করেছে পুলিশ? না হলে কীসের ভিত্তিতে গ্রেফতার? এই মামলায় চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা জমা দিতে হবে।পাল্টা হিসেবে কলতান দাশগুপ্তও চার সপ্তাহের মধ্যে নিজের হলফনামা জমা দিতে পারবেন।আদালত পরবর্তী শুনানির দিন ১৮ নভেম্বর তারিখ ধার্য করেছে। কলতানের সমর্থকরা আদালতের বাইরে এই রায়কে স্বাগত জানিয়েছেন।









 

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...