Thursday, August 21, 2025

শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামতেই সিরাজ-রোহিতের কাছে ক্ষমা চাইলেন পন্থ, কিন্তু কেন ?

Date:

Share post:

গতকাল থেকে শুরু হয়েছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। চেন্নাইয়ে প্রথম টেস্টে নামে দু’দল। আজ দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনেই মাঠে নেমেই ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং মহম্মদ সিরাজের কাছে ক্ষমা চেলেন ঋষভ পন্থ। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ঘটনার সূত্রপাত, বাংলাদেশের ইনিংসের দ্বিতীয় ওভারে মহম্মদ সিরাজকে বল দেন রোহিত শর্মা । ওভারের পঞ্চম বল বাংলাদেশের ওপেনার জাকির হাসানের পায়ে লাগে। এলবিডব্লিউয়ের আবেদন করেন সিরাজ। কিন্তু আম্পায়ার আউটের আবেদন সাড়া দেননি। ডিআরএস নেওয়ার সুযোগ ছিল ভারতের সামনে। ডিয়ারএস-এর জন্য সেই সময় অধিনায়ক রোহিত পরামর্শ চান পন্থের কাছে। কিন্তু সম্মতি দেননি উইকেটরক্ষক। স্টাম্প মাইক্রোফোনে পন্থকে বলতে শোনা যায়, ‘‘বলের উচ্চতা বেশি না হলেও লেগ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাবে।’’ পন্থ বোঝাতে চান ডিআরএস নেওয়ার দরকার নেই। পন্থের পরামর্শ মতো রোহিতও ডিআরএসের আবেদন করেননি। কিন্তু পরে রিপ্লেতে দেখা যায়, সিরাজের বলটি লেগ স্টাম্পে লাগত। বল পিচেও পড়েছিল উইকেটের সামনে। অর্থাৎ জাকির নিশ্চিত ভাবে আউট ছিলেন। রিপ্লে দেখার পর নিশ্চিত উইকেট হাতছাড়া হওয়ায় হতাশ হয়ে পড়েন সিরাজ। বিরক্ত হন রোহিতও। আর সেই সময় নিজের ভুল বুঝতে পেরে সিরাজ এবং রোহিতের কাছে ক্ষমা চান পন্থ। যা নিমিশে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এদিকে ভারত-বাংলাদেশ প্রথম টেস্টের প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার ৩৭৬ রানের জবাবে ১৪৯ রানেই শেষ হয়ে গেল বাংলাদেশের ইনিংস। প্রথম ইনিংসে ২২৭ এগিয়ে ভারতীয় দল। চার উইকেট যশপ্রীত বুমরাহ-এর। দুটি করে উইকেট আকাশদীপ, মহম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাদেজার।

আরও পড়ুন- আজ কলকাতা লিগে মিনি ডার্বি, মুখোমুখি ইস্টবেঙ্গল-মহামেডান


spot_img

Related articles

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...